মুম্বই : গ্রিক গডের মতো শরীর নিয়ে একের পর এক অ্যাকশন ফিল্মে নজর কাড়েন জন আব্রাহাম । স্টান্টম্যান না নিয়ে বেশিরভাগ দৃশ্যে তিনি নিজেই অভিনয় করেন । আজ 'অ্যাটাক'-এর একটি অ্যাকশন দৃশ্য করতে গিয়ে চোট পেলেন জন ।
অভিনয়কে রিয়েলিস্টিক বানাতে জনকে এত জোরে আঘাত করা হয়েছে যে, সত্য়ি সত্য়িই তাঁর কানের পিছন থেকে রক্ত বেরিয়ে এসেছে । তবে এই আঘাতে মোটেই মুছড়ে পড়েননি অভিনেতা । একজন শিল্পী হিসেবে, এটা জনের কাছে একটা স্বীকৃতি ।
তাই কানের রক্ত মুছতে মুছতে হাসতে দেখা গেল আব্রাহামকে । ভিডিয়োটি শেয়ার করে ক্যাপশনে জন লিখেছেন, "কীভাবে শুরু হয়েছিল আর কীভাবে চলছে....এটাই ভালো লাগে আমার । এতেই আনন্দ পাই আমি ।"
ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে নিজের আসল রক্ত দেখে জনের বেশ ভালো লেগেছে । দেখে নিন সেই ভিডিয়ো...
সম্প্রতি হেলমেট ছাড়া বাইক স্টান্ট দেখিয়ে ট্রোলড হয়েছিলেন জন । যদিও সেই স্টান্টটি শুধুমাত্র একটি সোশাল মিডিয়া অ্যাক্টিভিটি ছিল, তবুও সমালোচনা করতে ছাড়েননি নেটিজেনরা ।