মুম্বই : নিউ নর্মালের মধ্যে শুটিং করা এখন ছবি নির্মাতাদের কাছে একটা নতুন চ্যালেঞ্জ । সব বিধিনিষেধ মেনেই চলছে শুটিং । যদিও এই সময় মুম্বইতে একাধিক ছবির শুটিং করা সম্ভব হচ্ছে না । তাই এই পরিস্থিতির মধ্যে একাধিক হিন্দি ছবির শুটিং হচ্ছে অন্য রাজ্যে । তার মধ্যে লখনউ অন্যতম । জন আব্রাহাম ও দিব্যা খোসলা কুমার অভিনীত 'সত্যমেব জয়তে 2' ছবির শুটিংও হবে এই শহরের বিভিন্ন জায়গায় । আগামীকাল থেকে শুরু হতে চলেছে শুটিং । চলবে 2021-এর জানুয়ারি পর্যন্ত ।
ছবিটি পরিচালনা করছেন মিলাপ জাভেরি । উত্তরপ্রদেশের মতো রাজ্যে শুটিং করা প্রসঙ্গে তিনি বলেন, "প্রথম দিন আমরা ছবির মুখ্য চরিত্রদের নিয়ে শুটিং করব । এরপর ধীরে ধীরে হর্ষ ছায়া, গৌতমী কাপুর, শাদ রনধাওয়া, অনুপ সোনি ও সাহিল ভেদ শুটিংয়ে যোগ দেবেন । লখনউয়ের বিভিন্ন জায়গায় আমরা শুটিং করব । তার মধ্যে রয়েছে একাধিক হেরিটেজ বিল্ডিংও । কয়েকটি জায়গা ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে । যাতে সাধারণ মানুষ সেখানে ঢুকতে না পারেন । শুধুমাত্র আমাদের কলাকুশলীরা সেখানে ঢুকবেন ।"