মুম্বই : 'এক ভিলেন'-এর সিকুয়েলে অভিনয় করতে চলেছেন আদিত্য রয় কাপুর ও জন আব্রাহাম । সম্প্রতি একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন পরিচালক মোহিত সুরি নিজেই ।
2014 সালে মুক্তি পায় 'এক ভিলেন'। সে সময় যথেষ্ট সাফল্য পায় ছবিটি । ওই সময় দাঁড়িয়ে বক্স অফিসে 100 কোটির ব্যবসা করে এই ছবি । তারপরই এর সিকুয়েল তৈরির কথা চিন্তা করেন পরিচালক । সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর, সিদ্ধার্থ মলহোত্রা ও রীতেশ দেশমুখ । সিদ্ধার্থের স্ত্রীয়ের চরিত্রে দেখা গিয়েছিল শ্রদ্ধাকে । আর সিরিয়াল কিলারের চরিত্রে অভিনয় করেন রীতেশ দেশমুখ । তবে একেবারে নতুন মুখ দিয়ে সিকুয়েল করতে চাইছেন পরিচালক । আর সেই কারণেই বলা হয়েছে আদিত্য রয় কাপুর ও জন আব্রাহামকে ।
সাক্ষাৎকারে মোহিত সুরি বলেন, "ওই সময়ে 100 কোটির ব্যবসা করেছিল 'এক ভিলেন'। আমি একটা স্ক্রিপ্ট লিখেছিলাম যার কিছু অংশ একতা কাপুরের ভালো লাগেনি । এরপর অনেক সময় ধরে আরও একটা ড্রাফ্ট লিখি । যা একতার খুবই ভালো লাগে ।"