পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কেন হরর থ্রিলার করতে রাজি হলেন জিশু ? - জিশু সেনগুপ্তের খবর

'দুর্গামতী' ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জিশু সেনগুপ্তকে । তবে হঠাৎ কেন হরর থ্রিলার করতে রাজি হলেন তিনি ? IANS-এর সঙ্গে খোলাখুলি কথা বললেন অভিনেতা ।

Jisshu Sengupta with Bhumi Pednekar
Jisshu Sengupta with Bhumi Pednekar

By

Published : Nov 30, 2020, 7:19 PM IST

মুম্বই : বলিউডে নয় নয় করে বেশ অনেকগুলো ছবি করা হয়ে গেল জিশু সেনগুপ্তের । আর প্রতিটাই নাম করা ব্যানারে, নাম করা অভিনেত্রীদের বিপরীতে । এবার ভূমি পেদনেকরের মুখোমুখি জিশু । 'দুর্গামতী' ছবিতে অভিনয় করছেন তিনি ।

তবে ক্যারিয়ারের এই পর্যায় এসে, এত বাস্তবসম্মত চরিত্র করার পর, একটা হরর থ্রিলারে কেন রাজি হলেন অভিনেতা ? এই প্রশ্নে খোলাখুলি জবাব দিলেন জিশু ।

তিনি বললেন, "শুরুতেই বলব যে, এই ছবির গল্প আর আমার চরিত্রটা বেশ ভালো লাগে । খুব পাওয়ারফুল চরিত্র । এছাড়া প্রতিশোধের একটা দিক রয়েছে । এই সব মিলে আমি হ্যাঁ বলতে বাধ্য হই ।"

আগামী 11 ডিসেম্বর অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে 'দুর্গামতী' । জিশুর শেষ দুই রিলিজ় ছিল এই OTT প্ল্যাটফর্মেই । 'শকুন্তলা দেবী' ও 'সড়ক 2'-তে অভিনয় করেছেন তিনি । 'শকুন্তলা দেবী' ছবিতে বিদ্যার স্বামী হিসেবে তাঁর অভিনয় অনেক প্রশংসা কুড়িয়েছে ।

'দুর্গামতী'-র জন্যও জিশুকে অনেক শুভেচ্ছা রইল ।

ABOUT THE AUTHOR

...view details