পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বলিউডে আবার জিশু, 'সড়ক ২'-পরিবারে প্রবেশ অভিনেতার - Mahesh Bhatt

'মণিকর্ণিকা' ছবিতে গঙ্গাধর রাওয়ের চরিত্রে ছিলেন জিশু সেনগুপ্ত। যথেষ্ট প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। সেই রেশ কাটতে না কাটতেই জিশুর ঝুলিতে নতুন প্রোজেক্ট।

সড়ক ২

By

Published : Jun 4, 2019, 5:37 PM IST

মুম্বই : 'সড়ক ২'-ছবিতে আলিয়া ভাট, আদিত্য রায় কাপুর, সঞ্জয় দত্তের মতো স্টারকাস্টের সঙ্গে এবার নাম জুড়ল জিশু সেনগুপ্তর। ছবির অন্যতম মুখ্য চরিত্র পূজা ভাট তাঁর টুইটার অ্যাকাউন্টে জানালেন এই খবর।

'সড়ক ২'-এর স্ক্রিপ্টে জিশুর জন্য নিজে হাতে স্পেশাল মেসেজ দিয়েছেন মহেশ ভাট। তিনি লিখেছেন, "জিশু, অন্ধকারের গভীরে সবসময় একটা আলো থাকে। লাভ ইউ, মহেশ ভাট।" পূজা সেই স্ক্রিপ্টের প্রথম পাতার ছবি দিয়েছেন সোশাল মিডিয়ায়।

পুজা আরও একটি ছবি দিয়েছেন টুইটারে। প্রযোজনা সংস্থা থেকে শেয়ার করা হয়েছে ছবিটি। সেখানে দেখা যাচ্ছে মহেশ ভাট জিশুকে রীতিমতো ট্রেনিং দিচ্ছেন চরিত্রটির জন্য। ক্যাপশনে লেখা,"ভালো সময় আসতে চলেছে।"

২০২০ সালের ১০ জুলাই মুক্তি পাওয়ার কথা ছবিটির।

ABOUT THE AUTHOR

...view details