মুম্বই : এই মুহূর্তে আলিয়া ভাট ও জিশু সেনগুপ্ত শুটিং করছেন উটিতে । মহেশ ভাটের 'সড়ক ২' ছবিতে অভিনয় করতে পেরে উচ্ছ্বসিত জিশু ।
মহেশ ভাটের পরিচালনায় ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত, আদিত্য রায় কাপুর ও পূজা ভাটও ।
ছবিতে আলিয়ার বাবার চরিত্রে দেখা যাবে জিশুকে । তিনি উচ্ছ্বসিত আলিয়ার মতো এক কো-অ্যাক্টর পেয়েও । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, "কাজটার প্রতি আলিয়ার ভালোবাসা প্রশংসা করার মতো ।"