পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আলিয়ার বাবার চরিত্রে জিশু... - সড়ক

সড়ক ২-তে অভিনয় করছেন জিশু সেনগুপ্ত। এই খবর সবার জানা। তবে এবার জানা গেল যে, আলিয়া ভাটের বাবার চরিত্রে অভিনয় করছেন তিনি।

আলিয়ার বাবার চরিত্রে জিশু

By

Published : Aug 9, 2019, 3:22 PM IST

Updated : Aug 9, 2019, 7:03 PM IST

মুম্বই : এই মুহূর্তে আলিয়া ভাট ও জিশু সেনগুপ্ত শুটিং করছেন উটিতে । মহেশ ভাটের 'সড়ক ২' ছবিতে অভিনয় করতে পেরে উচ্ছ্বসিত জিশু ।

মহেশ ভাটের পরিচালনায় ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত, আদিত্য রায় কাপুর ও পূজা ভাটও ।

ছবিতে আলিয়ার বাবার চরিত্রে দেখা যাবে জিশুকে । তিনি উচ্ছ্বসিত আলিয়ার মতো এক কো-অ্যাক্টর পেয়েও । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, "কাজটার প্রতি আলিয়ার ভালোবাসা প্রশংসা করার মতো ।"

'সড়ক ২' ছাড়াও জিশু একটি তেলুগু ছবি 'অশ্বথামা'-তেও অভিনয় করছেন । 'মণিকর্ণিকা : দা কুইন অফ ঝাঁসি'-তে কঙ্গনার সঙ্গে শেষবার জিশুকে বড় পরদায় দেখা গিয়েছিল ।

তবে আলিয়ার বাবার চরিত্রে জিশুর মতো যুবককে কতটা মানাবে ? প্রশ্ন তুলছে অনেকেই ।

1991 সালে মুক্তিপ্রাপ্ত 'সড়ক'-র সিকুয়েল এই ছবিটি । পরের বছর ১০ জুলাই মুক্তি পাবে 'সড়ক ২' ।

Last Updated : Aug 9, 2019, 7:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details