মুম্বই : রবিবার বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । তবে তাঁর মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । ঘনিষ্ঠদের দাবি, অবসাদগ্রস্ত হয়েই এই সিদ্ধান্ত নেন অভিনেতা । এদিকে সুশান্তের মৃত্যুর পরই ইন্ডাস্ট্রির নেপোটিজ়ম ও হুমকি নিয়ে মুখ খুলেছেন অনেকেই । সামনে আসছে বিভিন্ন বিষয় । সম্প্রতি সলমান খানের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন পরিচালক অভিনব সিং কাশ্যপ । সলমানের জন্য তাঁর ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছিল বলেও অভিযোগ তোলেন তিনি । আর এবার সলমানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রয়াত অভিনেত্রী জিয়া খানের মা রাবিয়া আমিন ।
সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ করেন রাবিয়া । যা এখন ভাইরাল সোশাল মিডিয়ায় । সেই ভিডিয়োর শুরুতে সুশান্তের মৃত্যুর জন্য দুঃখপ্রকাশ করেন তিনি । এরপর বলেন, "এটা খুবই দুঃখের বিষয় । কোনও মজার বিষয় নয় । বলিউডকে এবার জাগতে হবে । হুমকিতে ভরে গিয়েছে এই ইন্ডাস্ট্রি । এটা কোনও মানুষকে খুন করার থেকে কিছু কম অপরাধ নয় ।"