পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সূরজ পাঞ্চোলির বিরুদ্ধে মামলায় প্রভাব খাটিয়েছিলেন সলমান, অভিযোগ জিয়ার মায়ের - Sooraj Pancholi

সম্প্রতি সলমান খানের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন পরিচালক অভিনব সিং কাশ্যপ । আর এবার সলমানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রয়াত অভিনেত্রী জিয়া খানের মা রাবিয়া আমিন ।

ো্
েো্

By

Published : Jun 17, 2020, 7:45 PM IST

মুম্বই : রবিবার বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ । তবে তাঁর মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । ঘনিষ্ঠদের দাবি, অবসাদগ্রস্ত হয়েই এই সিদ্ধান্ত নেন অভিনেতা । এদিকে সুশান্তের মৃত্যুর পরই ইন্ডাস্ট্রির নেপোটিজ়ম ও হুমকি নিয়ে মুখ খুলেছেন অনেকেই । সামনে আসছে বিভিন্ন বিষয় । সম্প্রতি সলমান খানের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন পরিচালক অভিনব সিং কাশ্যপ । সলমানের জন্য তাঁর ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছিল বলেও অভিযোগ তোলেন তিনি । আর এবার সলমানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রয়াত অভিনেত্রী জিয়া খানের মা রাবিয়া আমিন ।

সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ করেন রাবিয়া । যা এখন ভাইরাল সোশাল মিডিয়ায় । সেই ভিডিয়োর শুরুতে সুশান্তের মৃত্যুর জন্য দুঃখপ্রকাশ করেন তিনি । এরপর বলেন, "এটা খুবই দুঃখের বিষয় । কোনও মজার বিষয় নয় । বলিউডকে এবার জাগতে হবে । হুমকিতে ভরে গিয়েছে এই ইন্ডাস্ট্রি । এটা কোনও মানুষকে খুন করার থেকে কিছু কম অপরাধ নয় ।"

2013 সালে জিয়া খানের মৃত্যুর পর 2015-তে লন্ডন থেকে ডেকে আনা হয় রাবিয়াকে । এরপর CBI-এর এক তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করেন তিনি । সেই অফিসারই তাঁকে জানান, সলমান খান প্রায়ই ফোন করেন তাঁকে । সূরজ পাঞ্চোলিকে যাতে জেরা করা না হয় তার জন্য CBI-এর কাছে আবেদনও করেছেন তিনি । সিনেমার জন্য সূরজের পিছনে অনেক টাকা বিনিয়োগ করেছিলেন সলমান । তাই সূরজের কোনও ক্ষতি হোক তা তিনি চাইছিলেন না ।

এই কথা শোনার পর CBI-র পদস্থ আধিকারিকদের কাছে বিষয়টি জানিয়ে ছিলেন রাবিয়া । অভিযোগও দায়ের করেন । রাবিয়া আমিন বলেন, "এইভাবে যদি দিনের পর দিন চলছে থাকে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন ? এবার সময় এসেছে বলিউডের কিছু করে দেখানোর । দয়া করে প্রতিবাদ করুন ।"

জিয়া খানের মৃত্যুর পর জামিনে বাইরে বেরিয়ে প্রথম সিনেমার শুট করেন সূরজ । সলমানের প্রযোজনা সংস্থাই সূরজকে বলিউডে নিয়ে আসে । আথিয়া শেট্টির সঙ্গে স্ক্রিন শেয়ার করে তিনি । মুক্তি পায় 'হিরো'।

শুনুন রাবিয়া আমিনের বক্তব্য

ABOUT THE AUTHOR

...view details