পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"ইন্ডাস্ট্রি থেকে সবকিছু পেয়ে ইন্ডাস্ট্রিকেই নর্দমা বলে দিল", রাজ্যসভায় ক্ষুব্ধ জয়া - জয়া বচ্চন

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে অনেক অপ্রিয় তথ্য সামনে আসছে । মাদক চক্র, নেপোটিজ়ম, স্বজনপোষণ...একের পর এক তীরে আজ বিদ্ধ বলিউড । রাজ্যসভায় দাঁড়িয়ে এই বিষয়টির প্রতিবাদ করলেন সাংসদ অভিনেত্রী জয়া বচ্চন । কোনও ইন্ডাস্ট্রির কি শুধু খারাপ জিনিসগুলোই তুলে ধরতে হবে ? কই, ভালো ব্যাপারগুলো নিয়ে তো কেউ কিছু বলছে না, ক্ষোভপ্রকাশ জয়ার ।

jaya bachchan slams kangana ranaut
jaya bachchan slams kangana ranaut

By

Published : Sep 15, 2020, 12:29 PM IST

নিউ দিল্লি : সোশাল মিডিয়া এবং সংবাদমাধ্যমগুলোতে বলিউড ইন্ডাস্ট্রির যে ইমেজ তৈরি করা হচ্ছে, তা নিয়ে ঘোর আপত্তি জয়া বচ্চনের । এই ইন্ডাস্ট্রির অনেক ভালো ব্যাপার আছে, এই ইন্ডাস্ট্রি বরাবর সরকারকে সাহায্য করে এসেছে, এই ইন্ডাস্ট্রি প্রতিদিন অসংখ্য মানুষকে চাকরি দেয়.. রাজ্যসভায় দাঁড়িয়ে এমন অনেক পজ়িটিভ পয়েন্ট তুলে ধরলেন জয়া ।

শুধু তাই নয়, তিনি সরকারের কাছে আবেদন জানালেন, যারা দায়িত্ব নিয়ে ইন্ডাস্ট্রির বদনাম করছেন তাদের সঙ্গে যেন কোনওরকম সংযোগ না রাখে সরকার ।

কারও নাম উল্লেখ না করলেও জয়ার ইঙ্গিত যে কার দিকে সেটা বুঝতে বাকি নেই কারও । তিনি বললেন, "এই ইন্ডাস্ট্রি থেকে অর্থ-খ্যাতি সবকিছু অর্জন করে এই ইন্ডাস্ট্রিকেই নর্দমা বলে দিল । আমি এটাকে কোনওভাবেই সমর্থন করি না ।"

বিনোদন দুনিয়াকে করা অনেক প্রতিজ্ঞাই সরকার রাখেন না, সেই নিয়ে অভিযোগ জানালেন মিসেস বচ্চন । তাঁর মুখে ক্ষোভ আর বিরক্তির ছাপ । তবে জয়া একা নন, স্বয়ং অমিতাভ বচ্চনও বিষয়টি নিয়ে খুবই চিন্তিত ।

ভিডিয়োতে শুনে নিন জয়ার চাঁচাছোলা বক্তব্য...

দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details