মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পর বলিউড সহ যে কোনও ইন্ডাস্ট্রিতে নেপোটিজ়ম নিয়ে উত্তাল দেশ । অনেকেই তাঁদের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরছেন, অনেকে আবার বিষয়টি নিয়ে একটু আলাদা দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন । জাভেদ আখতারও এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে নিজের মত জানালেন ।
জাভেদ নাকি বলেছেন যে, উত্তরাধিকারকে নেপোটিজ়মের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না । তিনি বলেন, নেপোটিজ়ম বিষয়টা বেশিদিন চলা সম্ভব নয়, কারণ দিনের শেষে টিকিট কিনবেন দর্শক । আর দর্শককে প্রভাবিত করা বা জোর করা সম্ভব নয় ।
জাভেদ এটাও বলেন যে, একসঙ্গে কাজ করতে করতে মানুষে মানুষে যোগাযোগ বাড়ে, একটা বন্ডিং তৈরি হয় । তার ভিত্তিতে কেউ কাউকে কাজ দিতে পারে । তারা নিজেদের কমফর্ট জ়োনের মধ্যে থেকে কাজ করতে চায় । তাতে কাজটাও ভালো হয় ।