পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জাভেদই সেই প্রথম ভারতীয়... - জাভেদ আখতারের খবর

জাভেদ আখতারই সেই প্রথম ভারতীয়, যিনি রিচার্ড ডকিন্স অ্যাওয়ার্ড পেলেন ।

javed akhtar wins award
javed akhtar wins award

By

Published : Jun 8, 2020, 10:57 AM IST

মুম্বই : মুকুটে আরও এক সোনার পালক জুড়ল জাভেদ আখতারের । সামাজিক ও মানবিক কাজ এবং বক্তব্য পেশের জন্য তাঁকে দেওয়া হল রিচার্ড ডকিন্স অ্যাওয়ার্ড ।

শাবানা আজ়মি শেয়ার করেছেন এই খবর । তিনি লিখেছেন, "রিচার্ড ডকিন্স অ্যাওয়ার্ড 2020 জিতলেন জাভেদ আখতার । ক্রিটিকাল ভাবনা, বিচারবুদ্ধি দিয়ে ধর্মীয় মতবাদকে বিশ্লেষণ করা, মানবিক অধিকার নিয়ে সোচ্চার হওয়া ও মানবিক গুণকে সমর্থন করার জন্য এই অ্যাওয়ার্ড ।"

শাবানার পোস্ট..

প্রথম ভারতীয় হিসেবে এই পুরস্কার পেয়ে কেমন লাগছে জাভেদের ? এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে জানালেন জাভেদ ।

তিনি বললেন, "আমি সবসময়েই নিজের ভাবনা নিয়ে নিশ্চিত ছিলাম । তবে এই পুরস্কার পেয়ে অবশ্যই খুশি, কারণ এই প্রথমবার ধর্ম নিয়ে আমার ভাবনার জন্য, যুক্তির জন্য, দৃষ্টিভঙ্গির জন্য পুরস্কার দেওয়া হল, তাও আবার অত বড় প্রতিষ্ঠান থেকে । আমার জন্য এটা একটা চূড়ান্ত স্বীকৃতি ।"

লেখায় মগ্ন..

এই জয় পৃথিবীর কাছে এটাই প্রমাণ করবে যে, ভারতে এমন অনেক মত প্রকাশ করা যায় যেগুলো হয়তো ততটা জনপ্রিয় নয় । "কিন্তু, গণতন্ত্র আমাদের সেই স্বাধীনতা দিয়েছে, আর তা আমরা সবসময় রক্ষা করে চলব ।", আত্মবিশ্বাসী জাভেদ ।

ABOUT THE AUTHOR

...view details