পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নেটফ্লিক্সেই মুক্তি পাবে 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল' - গুঞ্জন সাক্সেনার খবর

সব অনিশ্চয়তার অবসান । নেটফ্লিক্সেই মুক্তি পাবে জাহ্নবী অভিনীত 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল' ।

janhvi kapoor in Gunjan Saxena
janhvi kapoor in Gunjan Saxena

By

Published : Jun 9, 2020, 12:54 PM IST

মুম্বই : লকডাউন উঠে গেলেও সিনেমা হলে ছবি মুক্তি নিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি । অনেক বড় ব্যানার ছবিই মুক্তি পাচ্ছে OTT প্ল্য়াটফর্মে । তার মধ্যে অন্যতম হতে চলেছে 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল' ।

জাহ্নবী নিজেই এই খবর জানিয়েছেন সোশাল মিডিয়ায় । একটি টিজ়ারের মাধ্যমে শেয়ার করেছেন গুঞ্জন সাক্সেনার জার্নি । গুঞ্জনের চরিত্রে নিজেকে বসাতে পেরে গর্বিত জাহ্নবী ।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "এটা আমার জন্য শুধুমাত্র একটা ফিল্ম নয় । এটা একটা জার্নি, যে জার্নি আমায় নিজেকে বিশ্বাস করতে শিখিয়েছে । আপনাদের সঙ্গে এটা শেয়ার করতে তর সইছে না আমার ।"

নেটফ্লিক্সেই এই ছবির প্রিমিয়ার হতে চলেছে । তবে মুক্তির তারিখ জানা যায়নি এখনও । "খুব তাড়াতাড়ি আসছে", এমনটাই জানিয়েছেন জাহ্নবী ।

ABOUT THE AUTHOR

...view details