মুম্বই : লকডাউন উঠে গেলেও সিনেমা হলে ছবি মুক্তি নিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি । অনেক বড় ব্যানার ছবিই মুক্তি পাচ্ছে OTT প্ল্য়াটফর্মে । তার মধ্যে অন্যতম হতে চলেছে 'গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল' ।
জাহ্নবী নিজেই এই খবর জানিয়েছেন সোশাল মিডিয়ায় । একটি টিজ়ারের মাধ্যমে শেয়ার করেছেন গুঞ্জন সাক্সেনার জার্নি । গুঞ্জনের চরিত্রে নিজেকে বসাতে পেরে গর্বিত জাহ্নবী ।