মুম্বই : কোরোনায় আক্রান্ত বনি কাপুরের বাড়ির পরিচারক চরণ সাহু । বনির বাড়িতেই থাকতেন ওই ব্যক্তি । আপাতত বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের (BMC) কোয়ারেনটিন সেন্টারে রয়েছেন চরণ । সেখানেই তাঁর চিকিৎসা চলছে । তবে এবার এই বিষয়ে মন্তব্য করলেন জাহ্নবী কাপুর ।
বনি কাপুরের লোখান্ডওয়ালা কমপ্লেক্সের 'গ্রিন একর্স'-এর বাড়িতেই থাকতেন 23 বছরের চরণ । শনিবার রাত থেকে অসুস্থবোধ করেন তিনি । এরপরই তাঁর কোরোনা পরীক্ষা করা হয় । পজ়িটিভ আসে রিপোর্ট । সঙ্গে সঙ্গে BMC-এর কোয়ারেনটিন সেন্টারে পাঠানো হয় তাঁকে ।
গতকাল এ প্রসঙ্গে একটি বিবৃতি দেন বনি । তিনি জানান, "আমি, আমার বাচ্চারা ও বাড়ির অন্য কর্মীরা একদম সুস্থ আছি । আমাদের মধ্যে কোনও লক্ষণ দেখা যায়নি । লকডাউন শুরু হওয়ার পর আমরা একদিনও বাড়ি থেকে বেরোইনি ।