মুম্বই, 12 মার্চ : হার্দিক মেহতা পরিচালিত ও রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর অভিনীত ছবি 'রুহি' ৷ হাসি-মজা-ভয় নিয়ে তৈরি একটি অদ্ভূত টক-ঝাল-মিষ্টি স্বাদের সংমিশ্রণ হল এই ছবি ৷ প্রথম দিনে এই ছবি রোজগার হয়েছে 3.06 কোটি টাকা ৷
প্রথম দিনে বক্স অফিসে কতটা দাপাল দেখাল রুহি ? - রাজকুমার রাও-এর খবর
ভয় এবং কমেডিতে ভরা ছবি রুহি ৷ একদম অন্যরকমের একটি মিশ্রণে তৈরি এই ছবি প্রথম দিনে রোজগার করেছে 3.06 কোটি টাকা ৷ এই প্রথমবার রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুরকে দেখা গেছে একসঙ্গে পরদা ভাগ করে নিতে ৷
'রুহি' ছবির পোস্টার,সৌজন্য সোশাল মিডিয়া
ছবিটি মুক্তি পায় মহা শিবরাত্রির দিন ৷ বিশ্বব্যাপী করোনা যখন দাপিয়ে বেড়াচ্ছে ৷ এই রকম চ্যালেঞ্জিং একটি মুহূর্তে প্রথম দিনে 'রুহি' যা আয় করেছে তাতে খুশি জিও-র চিফ ফিনান্সিয়াল অফিসার প্রিয়াঙ্কা চৌধুরি ৷
তিনি জানান, করোনাকালেও সমগ্র ভারতজুড়ে দর্শকদের থেকে এত ভাল সাড়া পেয়ে তাঁরা খুব খুশি ৷ তিনি আরও বলেন যে, ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এই ছবিটি একটি মাইলফলক ৷