পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'পাতাল লোক' থেকে কথা বললেন হাতিরাম... - জয়দীপ অহলওয়াত

'পাতাল লোক' নিয়ে দর্শকের মধ্য়ে শুরু হয়েছে উন্মাদনা । স্বর্গ, মর্ত্য আর পাতালের ফারাক খুঁজতে তাঁরা ভিড় জমাচ্ছেন অ্যামাজ়ন প্রাইমের পরদায় । সিরিজ়ের এই সাফল্যে আপ্লুত 'হাতিরাম চৌধুরি' থুড়ি জয়দীপ অহলওয়াত ।

Jaideep ahlawat in patal lok
Jaideep ahlawat in patal lok

By

Published : May 19, 2020, 5:43 PM IST

মুম্বই : বড় বড় শহরের চাকচিক্যের বাইরে আসল ভারতবর্ষটা কেমন ? যেখানে সমাজের 'কীটপতঙ্গ'-রা থাকে, যেখানকার উন্নয়ন নিয়ে কোনও মাথাব্যথা নেই সরকারের, অথচ ক্ষমতায় টিকে থাকতে গেলে সেই কীটপতঙ্গের সাহায্য প্রতিমুহূর্তে নিতে হয় স্বর্গ ও মর্ত্যের মানুষদের । আর এই তিন দুনিয়ার মধ্যে কোথাও ভারসম্যের এদিক ওদিক হলেই বিপর্যয় । এমনই একটা থিম নিয়ে তৈরি হয়েছে 'পাতাল লোক' । আর এই সিরিজ়ের অন্যতম মুখ্য চরিত্রে জয়দীপ অহলওয়াত ।

IANS-কে অভিনেতা বললেন, "যখন হাতিরামের চরিত্রটি শোনানো হয়, আমি বুঝতে পারি যে, এত ভালো চরিত্র আমায় কোনওদিন অফার করা হয়নি । এত ভালো প্রতিক্রিয়া পেয়ে আমি আপ্লুত ।"

ছবি সৌজন্যে IANS

"একজন পুলিশ অফিসার এক দুর্নীতিগ্রস্ত সিস্টেমের মধ্যে থেকেও নিজের মূল্যবোধকে টিকিয়ে রাখতে চাইছে, অন্যায়ের বিরুদ্ধে শাস্তি চাইছে । এটা মানুষের খুব ভালো লেগেছে । এমন অনেকের মেসেজ পেয়েছি, যাঁরা জানিয়েছেন যে, আমার চরিত্রটির সঙ্গে তাঁরা অনেক মিল খুঁজে পেয়েছেন । নিজের কাজের প্রশংসা শুনলে খুব ভালো লাগে", বলে গেলেন জয়দীপ ।

ছবি সৌজন্যে IANS

15 মে অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেয়েছে 'পাতাল লোক' । সিরিজ়টি পরিচালনার করেছেন প্রসিত রায় ও অবিনাশ অরুণ । প্রযোজনা করেছে অনুষ্কা শর্মার সংস্থা ক্লিন স্লেট ফিল্মস প্রাইভেট লিমিটেড ।

ABOUT THE AUTHOR

...view details