মুম্বই : বড় বড় শহরের চাকচিক্যের বাইরে আসল ভারতবর্ষটা কেমন ? যেখানে সমাজের 'কীটপতঙ্গ'-রা থাকে, যেখানকার উন্নয়ন নিয়ে কোনও মাথাব্যথা নেই সরকারের, অথচ ক্ষমতায় টিকে থাকতে গেলে সেই কীটপতঙ্গের সাহায্য প্রতিমুহূর্তে নিতে হয় স্বর্গ ও মর্ত্যের মানুষদের । আর এই তিন দুনিয়ার মধ্যে কোথাও ভারসম্যের এদিক ওদিক হলেই বিপর্যয় । এমনই একটা থিম নিয়ে তৈরি হয়েছে 'পাতাল লোক' । আর এই সিরিজ়ের অন্যতম মুখ্য চরিত্রে জয়দীপ অহলওয়াত ।
IANS-কে অভিনেতা বললেন, "যখন হাতিরামের চরিত্রটি শোনানো হয়, আমি বুঝতে পারি যে, এত ভালো চরিত্র আমায় কোনওদিন অফার করা হয়নি । এত ভালো প্রতিক্রিয়া পেয়ে আমি আপ্লুত ।"