মুম্বই : 81 বছর বয়সে গতকাল শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা সৈয়দ ইস্তিয়াক আহমেদ জাফরি । মুম্বইয়ে নিজের বাড়িতে রাত 8টা 40 মিনিটে মৃত্যু হয় তাঁর । আজ মুম্বইয়ের মাজ়গাঁও কবরস্থানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় ।
কোরোনা পরিস্থিতির মধ্যে বেশি কেউ উপস্থিত থাকতে পারেননি অভিনেতার শেষকৃত্যে । পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের উপস্থিতিতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় । ছিলেন দুই পুত্র জাভেদ জাফরি, নাভেদ জাফরি ও নাতি মিজ়ান ।
বলিউডে জগদীপ নামে পরিচিত এই অভিনেতা । বলিউড তারকাদের তরফে তাঁকে শেষশ্রদ্ধা জানাতে শেষকৃত্যে উপস্থিত ছিলেন জনি লিভার ও রাজু শ্রেষ্ঠা । তবে শেষকৃত্যে উপস্থিত না থাকলেও অভিনেতার মৃত্যুতে সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন বলিউডের একাধিক তারকা ।
ছয় দশকের বেশি সময়ে একাধিক সুপারহিট ফিল্মে অভিনয় করেছেন জগদীপ । কমেডিয়ানের ভূমিকায় তাঁর অভিনয় ছবিতে অন্য মাত্রা যোগ করত । 'শোলে' ছবিতে সুরমা ভোপালির চরিত্রে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের । যার পর 1988 সালে 'সুরমা ভোপালি' নামে একটি ছবি পরিচালনা করেন জগদীপ । আর ছবিতে নাম ভূমিকায় নিজেই অভিনয় করেন তিনি ।
তাঁর মৃত্যুতে টুইট করে শোকপ্রকাশ করেন ধর্মেন্দ্র দেওল । লেখেন, "তুমিও চলে গেলে...একের পর এক ধাক্কা...যেন স্বর্গে তোমার জায়গা হয় ।" 'শোলে' ছবিতে জগদীপের সঙ্গে স্ক্রিন শেয়ার করে নিয়েছিলেন ধর্মেন্দ্র ।
অমিতাভ বচ্চনের সঙ্গেও একাধিক ছবিতে অভিনয় করেছেন জগদীপ । 'শোলে' বা 'শাহেনশাহ'-র মতো ব্লকবাস্টার ছবিতে একসঙ্গে কাজ করেন তাঁরা । তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিগ বিও । নিজর ব্লগে তিনি লেখেন, "গত রাতে আমরা আরও একটি রত্ন হারিয়েছি .. জগদীপ...ব্যতিক্রমী কৌতুক অভিনেতা মারা গেলেন..."।