মুম্বই : সলমান খানের সঙ্গে ইতিমধ্যে একাধিক ছবিতে কাজ করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ় । আর সেই কারণেই ভাইজানকে অনেকটা কাছ থেকে চেনেন তিনি । সম্প্রতি সলমানের সম্পর্কে একটি গোপন তথ্য ফাঁস করেছেন অভিনেত্রী ।
একটি সাক্ষাৎকারে জ্যাকলিন বলেন, "আমার মনে হয় না সলমান সম্পর্কে বেশি কিছু জানি আমি । কিন্তু, আমি যেহেতু তাঁর সঙ্গে কাজ করেছি তাই ওনার সম্পর্কে একটা বিষয় জানি । উনি একেবারেই ঘুমান না । সকাল, দুপুর ও রাত সব সময় কাজ করেন । বিমানে থাকুন বা 'বিগ বস'-এর সেটে যান অথবা কোনও গানের শুট করুন না কেন । সব সব সময় কাজ করেন । আমরা সব সময় তাঁকে বিশ্রাম নেওয়ার কথা বলি ।"
গতকাল ভোপালে যান জ্যাকলিন । তার জন্য় যথেষ্ট আনন্দিত ছিলেন অভিনেত্রী । গতকাল ওই শহরে পা রাখার আগেই বিমান থেকে একটি ছবি তুলে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন ।