পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ফ্যানেদের ধন্যবাদ জানাতে টপলেস জ্যাকলিন - জ্যাকলিন ফার্নান্ডেজ়ের খবর

ফ্যানেদের ধন্যবাদ জানালেন জ্যাকলিন ফার্নান্ডেজ় । ইনস্টাগ্রামে 46 মিলিয়ন ফলোয়ার ছোঁয়া উপলক্ষ্যে নিজের টপলেস ছবি পোস্ট করলেন অভিনেত্রী ।

Jacqueline Fernandez topless
Jacqueline Fernandez topless

By

Published : Oct 24, 2020, 4:49 PM IST

মুম্বই : দেখতে দেখতে 46 মিলিয়ন ফলোয়ার ছুঁয়ে ফেললেন জ্যাকলিন ফার্নান্ডেজ় । এতজন ফলোয়ার পাওয়া কি মুখের কথা ? এর পুরো ক্রেডিট ফ্যানেদেরই । মনে করিয়ে দিলেন জ্যাকলিন ।

নিজের টপলেস ছবি পোস্ট করে ধন্যবাদ জানালেন জ্যাকলিন । বুকের কাছে একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে ফোটোশুট করেছেন অভিনেত্রী ।

তিনটি আলাদা ছবিতে তিন আলাদা পোজ়ে দেখা গেছে তাঁকে । ক্যাপশনে জ্যাকলিন লিখেছেন, "লাভ ইউ, থ্যাঙ্ক ইউ" ।

কিছুদিন আগে শুটিংয়ে ফিরেছেন জ্যাকলিন । এত মাস পরে ফ্লোরে ফিরে খুব খুশি ছিলেন অভিনেত্রী । অভিনয়ই তো তাঁর পেশা ।

একঝাঁক ছবি রয়েছে এখন জ্যাকলিনের ঝুলিতে । তাঁকে দেখা যাবে 'কিক 2', 'ভূত পুলিশ' আর 'সার্কাস' ছবিতে ।

ABOUT THE AUTHOR

...view details