মুম্বই : দসেরা উপলক্ষে নিজের এক কর্মীকে একটি গাড়ি উপহার দিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ় । শুধু একা একা আনন্দ উপভোগ না করে তা সমানভাবে ভাগ করে নিলেন তাঁর কর্মীর সঙ্গে ।
IANS-কে জ্যাকলিন-ঘনিষ্ঠ একজন জানাচ্ছেন, "বলিউডে জ্যাকলিনের ডেবিউ করার সময় থেকে সেই কর্মী ওঁর সঙ্গে আছে । তাই এই উপহার অভিনেত্রীর । তবে গাড়িটা কবে ডেলিভারি হবে জানি না ।"
এর আগেও তাঁর মেকআপ আর্টিস্টকে গাড়ি উপহার দিয়েছিলেন জ্যাকলিন । বরাবরই উদারতা ও নরম হৃদয়ের পরিচয় দিয়ে এসেছেন অভিনেত্রী, জানালেন সেই ঘনিষ্ঠ ব্যক্তি ।
কিছুদিন আগে শুটিংয়ে ফিরেছেন জ্যাকলিন । এত মাস পরে ফ্লোরে ফিরে খুব খুশি ছিলেন অভিনেত্রী । অভিনয়ই তো তাঁর পেশা ।
একঝাঁক ছবি রয়েছে এখন জ্যাকলিনের ঝুলিতে । তাঁকে দেখা যাবে 'কিক 2', 'ভূত পুলিশ' আর 'সার্কাস' ছবিতে ।