মুম্বই : অক্ষয় কুমারের পরবর্তী ছবি 'বচ্চন পান্ডে'। সেখানে আরশাদ ওয়ারশি ও কৃতি শ্যাননের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । আর এবার এই প্রোজেক্টের সঙ্গে যুক্ত হলেন জ্যাকলিন ফার্নান্ডেজ় ।
ছবিতে একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন অক্ষয় । যদিও গ্যাংস্টার নয় জীবনে অভিনেতা হওয়ার ইচ্ছা রয়েছে তার । এদিকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে কৃতিকে । কিন্তু, সাংবাদিক সে কোনও দিনই হতে চায়নি । বরং তার পরিচালক হওয়ার ইচ্ছে রয়েছে । আর ছবিতে অক্ষয়ের বন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরশাদ ।
শোনা যাচ্ছিল, কৃতি ছাড়াও এই ছবিতে আরও এক অভিনেত্রীকে দেখা যাবে । যদিও আগে তাঁর নাম ঘোষণা করা হয়নি নির্মাতাদের তরফে । এরপর আজ জ্যাকলিনের নাম ঘোষণা করা হয় । ছবিটি পরিচালনা করবেন ফারহাদ সামজি । আর প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াওয়ালা ।