মুম্বই : 'বাঘি 3' ছবিতে একসঙ্গে দেখা যাবে টাইগার শ্রফ আর জ্যাকি শ্রফকে । আহমেদ খান পরিচালিত এই ছবিতে তাঁদের বাবা-ছেলে হিসেবেই দেখা যাবে । এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনই খবর ।
ছবির প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা বলেন, "আমরা যেদিন থেকে টাইগারকে লঞ্চ করেছি, সেদিন থেকে সবাই অপেক্ষা করে আছে কবে টাইগার তাঁর বাবার সঙ্গে টিম আপ করবে । অনেক স্পেকুলেশন হয়েছে, কিন্তু এই ছ'বছরে কেউ দু'জনকে একসঙ্গে আনতে পারেনি । আহমেদ আর আমার মনে হয়েছিল যে, এই গল্পে জ্য়াকিকে প্রয়োজন ।"
সেই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জ্যাকিকে এই ছবিতে এক পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে । টাইগার ছাড়াও জ্যাকির অন্য আর এক ছেলের চরিত্রে অভিনয় করছেন রীতেশ দেশমুখ ।
ছবি নির্মাতাদের ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেন, "বাবা-ছেলের এই যুগলবন্দী বাঘি 3- নিয়ে দর্শকের প্রত্যাশা আরও বাড়িয়ে দেবে । শ্রফেদের ডাবল ডোজ়ে কেউ হতাশ হবেন না কথা দিতে পারি । এটাই ছবির সবথেকে বড় USP হতে চলেছে ।"
'বাঘি 3' ছবিতে টাইগারের বিপরীতে রয়েছেন শ্রদ্ধা কাপুর । এছাড়াও রয়েছেন অঙ্কিতা লোখান্ডে । ছবিটি মুক্তি পাবে এই বছরেই, নির্দিষ্ট হয়নি মুক্তির তারিখ ।