মুম্বই : ছোটোবেলায় ঠিক-ভুলের বিচার করার ক্ষমতা অনেকেরই থাকে না । ফলে না জেনেই অনেকে মিথ্যে কথা বলেন । আর সেই মিথ্যে কাউকে আঘাতও করে । ছোটোবেলায় না বুঝে এই কাজ করেছিলেন জ্যাকি শ্রফও । পরে অবশ্য নিজের ভুল শুধরে নেন তিনি । সম্প্রতি একটি কমেডি শো-তে এসে একথা জানান অভিনেতা নিজেই ।
ছোটোবেলায় জ্যাকির পরিবারের আর্থিক অবস্থা একেবারেই ভালো ছিল না । খুব ছোটো ঘরে থাকতেন তাঁরা । এদিকে স্কুলে পড়ার সময় এক বড়লোক ঘরের মেয়ের প্রেমে পড়েন জ্যাকি । একবার প্রেমিকা তাঁর বাড়ি দেখতে চান । এমনকী, তাঁর মায়ের সঙ্গেও দেখা করতে চান । কিন্তু, বড়লোক পরিবারের মেয়েকে নিজের ছোটো বাড়িতে কীভাবে নিয়ে আসবেন তা ভেবে পাচ্ছিলেন না জ্যাকি । তারপর প্রেমিকাকে বলেন, "আমি তো মায়ের সঙ্গে থাকি না । একা থাকি ।" এই বলে অনেক কষ্টে মাকে বুঝিয়ে বাড়ির বাইরে পাঠিয়ে দেন । প্রায় 30 মিনিট বাড়ির বাইরে ছিলেন তাঁর মা ।