মুম্বই : 'জবরিয়া জোড়ি'-র ট্রেলার রিলিজ় হবে 1 জুলাই । সিদ্ধার্থ মালহোত্রা টুইটারে একটি ভিডিয়ো আপলোড করেছেন । ক্যাপশনে লেখা,"দো দিওয়ানে, দো নিশানা.. দুলহে কো পকড়ওয়ানা ! সেভ দা ডেট #Jabariyajodi ট্রেলার আসছে দু'দিনের মধ্যে ।"
রোম্যান্টিক কমেডি ছবি হিসেবে আসছে 'জবরিয়া জোড়ি' । মুখ্য চরিত্রে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও পরিনীতি চোপড়া ।