পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

1 জুলাই রিলিজ় 'জবরিয়া জোড়ি'-র ট্রেলার - bollywood

'জবরিয়া জোড়ি'-র ট্রেলার রিলিজ় হবে 1 জুলাই টুইট করে জানালেন সিদ্ধার্থ মালহোত্রা । লিখলেন, "সেভ দা ডেট #Jabariyajodi ট্রেলার আসছে দু'দিনের মধ্যে ।"

জবরিয়া জোড়ি

By

Published : Jun 29, 2019, 7:00 PM IST

মুম্বই : 'জবরিয়া জোড়ি'-র ট্রেলার রিলিজ় হবে 1 জুলাই । সিদ্ধার্থ মালহোত্রা টুইটারে একটি ভিডিয়ো আপলোড করেছেন । ক্যাপশনে লেখা,"দো দিওয়ানে, দো নিশানা.. দুলহে কো পকড়ওয়ানা ! সেভ দা ডেট #Jabariyajodi ট্রেলার আসছে দু'দিনের মধ্যে ।"

রোম্যান্টিক কমেডি ছবি হিসেবে আসছে 'জবরিয়া জোড়ি' । মুখ্য চরিত্রে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও পরিনীতি চোপড়া ।

বিহারে বরকে কিডন্যাপ করে নেওয়ার রীতি আছে, তার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ছবিটির গল্প । সিদ্ধার্থের চরিত্রের নাম অভয় সিং । যে একজন খুনি । অন্যদিকে পরিনীতির চরিত্রের নাম বাবলি যাদব ।

'জবরিয়া জোড়ি'-র পরিচালনা করেছেন প্রশান্ত সিং । প্রযোজনায় আছেন একতা কাপুর, শোভা কাপুর ও শৈলেশ আর সিং । ছবিটি 2 অগাস্ট মুক্তি পাবে ।

ABOUT THE AUTHOR

...view details