মুম্বই : বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার কুমার শানুর ছেলে জান কুমার শানু নেপোটিজ়মের প্রডাক্ট...এই বলে তাঁকে কটাক্ষ করে 'বিগ বস'-এর প্রতিযোগী রাহুল বৈদ্য । বিগ বসের বাড়ি থেকে জানকে বের করতে এই যুক্তিই দিয়েছিলেন রাহুল । জানের কাছে এই অভিযোগের সত্যতা কতটুকু ?
IANS-কে গায়ক বললেন, "আমি নেপোকিড হলে আজ অনেক বড় গায়ক হতাম । আমি তো সেটা হতে পারিনি । জনপ্রিয়তার পাওয়ার জন্যই আমি বিগ বস-এ অংশগ্রহণ করেছিলাম । নেপোকিড হলে আমি এই চাপ কেন নিতাম ?"