পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নেপোকিড হলে আজ অনেক বড় গায়ক হতাম : জান কুমার শানু - জান কুমার শানুর খবর

কুমার শানুর ছেলেকে নেপোকিড বলে কটাক্ষ করা হয় 'বিগ বস'-এর বাড়িতে । তবে নিজেকে নেপোকিড বলে মনে করেন না জান । তিনি মনে করেন যে সত্যিই নেপোকিড হলে আজ অনেক বড় গায়ক হতে পারতেন ।

jaan kumar sanu on nepotism
jaan kumar sanu on nepotism

By

Published : Nov 24, 2020, 7:17 PM IST

মুম্বই : বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার কুমার শানুর ছেলে জান কুমার শানু নেপোটিজ়মের প্রডাক্ট...এই বলে তাঁকে কটাক্ষ করে 'বিগ বস'-এর প্রতিযোগী রাহুল বৈদ্য । বিগ বসের বাড়ি থেকে জানকে বের করতে এই যুক্তিই দিয়েছিলেন রাহুল । জানের কাছে এই অভিযোগের সত্যতা কতটুকু ?

IANS-কে গায়ক বললেন, "আমি নেপোকিড হলে আজ অনেক বড় গায়ক হতাম । আমি তো সেটা হতে পারিনি । জনপ্রিয়তার পাওয়ার জন্যই আমি বিগ বস-এ অংশগ্রহণ করেছিলাম । নেপোকিড হলে আমি এই চাপ কেন নিতাম ?"

এর আগেও জান জানিয়েছেন যে, তাঁর বাবা কুমার শানু কোনওদিন তাঁকে সমর্থন করেননি । হ্যাঁ, তিনি হয়তো শানুর পদবীটা পেয়েছেন । তবে ওইটুকুই । তার বেশি আর কিছুই করেননি তিনি ছেলে জান বা তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের জন্য ।

জান

"আমার মনে হয়, আমায় নমিনেট করার জন্য রাহুলের কাছে আর কোনও উপায় ছিল না । তাই ও নেপোটিজ়মের প্রসঙ্গে টেনেছে । পুরো বিষয়টাই একটা মজা ।", বললেন জান কুমার শানু ।

ABOUT THE AUTHOR

...view details