মুম্বই : কাশ্মীর ও কাশ্মীরি পণ্ডিতদের সম্পর্কে ভুল তথ্য তুলে ধরার অভিযোগে 'শিকারা'-র উপর স্থগিতাদেশ চেয়ে জম্মু-কাশ্মীর হাইকোর্টে মামলা করেছিলেন ফতিখার মিসগার, মাজিদ হায়দেরি ও ইরফান হাফিজ় নামে তিন ব্যক্তি । সেই মামলা খারিজ করে দিল হাইকোর্ট ।
কোর্টের এই সিদ্ধান্তে খুবই খুশি ছবির পরিচালক বিধু বিনোদ চোপড়া । IANS-কে তিনি বললেন, "সম্মানীয় হাইকোর্ট এই পিটিশন খারিজ করে দিয়েছে, আমি খুবই খুশি । হিংসাকে হারিয়ে ভালোবাসার গল্প বলবে এই ছবি । এই ভালোবাসার বার্তা পুরো দেশে ছড়িয়ে পড়বে বলে আশা করছি আমি ।"