পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'শিকারা'-র উপর স্থগিতাদেশের মামলা খারিজ জম্মু-কাশ্মীর হাইকোর্টে - Vidhu Vinod Chopra latest news

'শিকারা' ছবির উপর স্থগিতাদেশের মামলা খারিজ করে দিল জম্মু-কাশ্মীর হাইকোর্ট ।

J&K HC dismisses plea against 'Shikara' film
J&K HC dismisses plea against 'Shikara' film

By

Published : Feb 7, 2020, 3:15 PM IST

মুম্বই : কাশ্মীর ও কাশ্মীরি পণ্ডিতদের সম্পর্কে ভুল তথ্য তুলে ধরার অভিযোগে 'শিকারা'-র উপর স্থগিতাদেশ চেয়ে জম্মু-কাশ্মীর হাইকোর্টে মামলা করেছিলেন ফতিখার মিসগার, মাজিদ হায়দেরি ও ইরফান হাফিজ় নামে তিন ব্যক্তি । সেই মামলা খারিজ করে দিল হাইকোর্ট ।

কোর্টের এই সিদ্ধান্তে খুবই খুশি ছবির পরিচালক বিধু বিনোদ চোপড়া । IANS-কে তিনি বললেন, "সম্মানীয় হাইকোর্ট এই পিটিশন খারিজ করে দিয়েছে, আমি খুবই খুশি । হিংসাকে হারিয়ে ভালোবাসার গল্প বলবে এই ছবি । এই ভালোবাসার বার্তা পুরো দেশে ছড়িয়ে পড়বে বলে আশা করছি আমি ।"

1989 ও 1990 সালের শুরুতে দেশজুড়ে মুসলিম বিক্ষোভের কারণে কাশ্মীরের উপত্য়কা থেকে কাশ্মীরি পণ্ডিতদের বিতারিত হতে হয় । সেই ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 'শিকারা' ।

এই ছবিকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে পোস্ট করেছেন আমির খান স্বয়ং । লিখেছেন, "এই গল্পটা বলা খুবই গুরুত্বপূর্ণ.."

আমিরের টুইট

'শিকারা'-র ট্রেলার ইতিমধ্যেই পছন্দ করেছেন দর্শক । ছবি দেখতে মুখিয়ে তাঁরা ।

ABOUT THE AUTHOR

...view details