পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মুশকিলে তাপসী, কেন্দ্রীয় মন্ত্রীর কাছে সাহায্য চাইলেন বয়ফ্রেন্ড ম্যাথিয়াস - taapsee pannu boyfriend mathias boe

তাপসী পান্নুর বাড়িতে আয়কর দফতরের হানা । কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর কাছে সাহায্য চাইলেন অভিনেত্রীর বয়ফ্রেন্ড ম্যাথিয়াস বো । টুইটারে পোস্ট করলেন ।

taapsee pannu boyfrirnd requestes union minister
taapsee pannu boyfrirnd requestes union minister

By

Published : Mar 5, 2021, 4:35 PM IST

মুম্বই : তাপসী পান্নুর বাড়িতে হানা দিয়েছে আয়কর দফতর । শোনা গেছে যে, বেশ কয়েক কোটি টাকার গরমিল পাওয়া গেছে অভিনেত্রীর আয়ের হিসেবে । এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর কাছে সাহায্য চাইলেন তাপসীর বয়ফ্রেন্ড ম্যাথিয়াস বো ।

ম্যাথিয়াস লিখেছেন, 'একটু সমস্যার মধ্যে রয়েছি । এই প্রথমবার ভারতীয় কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি । এদিকে আয়কর দফতর তাপসীর বাড়িতে হানা দিয়েছে । ওঁর বাবা-মায়ের উপর অহেতুক চাপ দিচ্ছে ওরা । কিরেন রিজিজু কিছু একটা করুন ।'

মালদ্বীপে একসঙ্গে ম্যাথিয়াস আর তাপসী

এতদিন ম্যাথিয়াসের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তাপসী । তবে ব্যাডমিন্টন প্লেয়ারের এই টুইটে পুরোটাই পরিষ্কার হয়ে গেল সবার কাছে । তাপসীর সঙ্গে বেশ গভীর বন্ধুত্ব রয়েছে ম্যাথিয়াসের ।

এদিকে কিরেন এই টুইটের উত্তর দিয়েছেন । কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, 'আমাদের উচিত আইন মেনে চলা । এই বিষয়টা আমাদের কারও হাতে নেই । তাই একজন পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের ভারতীয় স্পোর্টসের ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত' ....

সৌজন্যে টুইটার..

ABOUT THE AUTHOR

...view details