পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'খালি পিলি'-তে নিজেদের লুক শেয়ার ঈশান-অনন্যার - ঈশান খাট্টার

মকবুল খানের 'খালি পিলি' ছবিতে অভিনয় করছেন অনন্যা ও ঈশান । সম্প্রতি ছবিতে নিজেদের লুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দু'জনেই ।

f
sdf

By

Published : Jan 2, 2020, 9:10 AM IST

মুম্বই : অনন্যা পান্ডের সঙ্গে আপকামিং ছবি 'খালি পিলি'-তে অভিনয় করছেন ঈশান খাট্টার । সম্প্রতি সামনে এসেছে ছবিতে তাঁদের লুক । সোশ্যাল মিডিয়ায় নিজেদের লুক শেয়ার করেছেন ঈশান ।

ছবিতে একটি ট্যাক্সির মধ্যে বসে রয়েছএন তাঁরা দু'জনেই । ঈশান চালকের আসনে ও অনন্যা যাত্রী আসনে । রিয়ার ভিউ আয়নার মাধ্যমে অনন্যার দিকে তাকিয়ে রয়েছেন ঈশান । আর অনন্যা কোনও বিষয় নিয়ে চিন্তিত রয়েছেন । যা তাঁর চোখে, মুখে প্রকাশ পাচ্ছে । ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করেন ঈশান । ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে ছবির নাম লিখেছেন তিনি । ওই একই ছবি শেয়ার করেছেন অনন্যাও । ছবিতে ঈশানের চরিত্রের নাম বিজয় ও অনন্যার নাম পূজা ।

ছবিটি পরিচালনা করছেন মকবুল খান । সব ঠিক থাকলে চলতি বছরের 12 জুন মুক্তি পাবে 'খালি পিলি'।

2005 সালে শিশু শিল্পী হিসেবে বলিউডে পা রাখেন ঈশান । এরপর দুটি ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন । 2017 সালে 'বেয়ন্ড দা ক্লাউড' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন । জাহ্নবী কাপুরের সঙ্গে 2018 সালে 'ধড়ক' ছবিতেও অভিনয় করেছেন । আর এবছর 'খালি পিলি' ছাড়াও 'আ সুটেবল বয়' ছবিতেও কাজ করছেন । সেখানে টাব্বুর সঙ্গে স্ক্রনি শেয়ার করবেন ।

অন্যদিকে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অনন্যা পান্ডের 'পতি পত্নি অউর উয়ো' ছবিটি । 'স্টুডেন্ট অফ দা ইয়ার' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি । 'খালি পিলি' তাঁর তৃতীয় ছবি ।

ABOUT THE AUTHOR

...view details