মুম্বই : 'ডলি কিট্টি অওর ও চমকতে সিতারে'-তে মা নীলিমা আজ়িমের অভিনয় দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না ইশান খট্টর । কেঁদে উঠেছিলেন বাচ্চাদের মতো ।
তিনি লিখেছেন, "আমি আজ মাকে 'ডলি কিট্টি অওর ও চমকতে সিতারে'-তে দেখি । মা তুমি সবসময়ের মতো সুন্দর । একটা দৃশ্য আমার উপর কী প্রভাব ফেলেছে তা ভাষায় বোঝাতে পারব না । তা দেখার পর আমি বাচ্চার মতো কেঁদেছি । এটা সবসময় দেখতে ভালো লাগে যখন অনেক সুন্দর মানুষ একটা ছবির জন্য একসঙ্গে হয় । কিন্তু, এক্ষেত্রে বিষয়টি একটু ব্যক্তিগত । ছবির একটা দৃশ্যে মা অভিনয় করেছে । যা আমাকে কাঁদিয়ে দিয়েছে ।"