পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ক্লান্ত ক্যাটরিনা জড়িয়ে ধরলেন ভিকিকে ! - ক্যাটরিনা কাইফের খবর

ক্লান্ত ক্যাটরিনা কাইফ জড়িয়ে ধরলেন ভিকি কৌশলকে । তাঁর শেয়ার করা সাম্প্রতিক সেলফি দেখে এমনটাই আন্দাজ করছেন নেটিজেনরা ।

katrina kaif with vicky kaushal
katrina kaif with vicky kaushal

By

Published : Jan 28, 2021, 9:52 PM IST

মুম্বই : ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশলের সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে । দু'জনেই হাই প্রোফাইল অভিনেতা, তাই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই সোশাল মিডিয়ায় । কোথাও একটু ফাঁক ফোকর পেলেই গল্প তৈরি করতে ঝাঁপিয়ে পড়ছে সবাই ।

সম্প্রতি একটি সেলফি শেয়ার করেছেন ক্যাটরিনা কাইফ । একটা কিছু জড়িয়ে ধরে রয়েছেন তিনি । তবে সেটা মানুষের কাঁধ, না বালিশ না অন্য কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে না ।

ক্য়াটরিনার সেলফি দেখার পর ভিকির একটি পুরোনো ছবি খুঁজে পেয়েছে নেটিজেনরা । ক্যাটরিনার জড়িয়ে ধরা বস্তুটির রং আর ভিকির সেই ছবিতে টি-শার্টের রং এক ।

তাই সবাই ধরে নিয়েছে যে, ভিকির কাঁধেই মাথা রেখে শুয়ে রয়েছেন অভিনেত্রী । এমনিতেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল, তার উপর এই ছবি যেন আগুনে ঘিয়ের মতো পড়ল । দেখে নিন...

এই সেই ভিকির টি-শার্ট

ABOUT THE AUTHOR

...view details