পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

লক্ষ্য কঙ্গনা ? 'সত্য ও মিথ্যে' নিয়ে পোস্ট আলিয়ার - Kangana Ranaut

ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়া লেখেন, "সত্য সবসময় সত্যই থাকে, তা কেউ বিশ্বাস করুক আর নাই করুক । মিথ্যে, সবসময় মিথ্যেই থাকে, এমনকী সবাই সেটা বিশ্বাস করার পরও ।" যদিও কার উদ্দেশে তিনি এই কথা লেখেন তা অবশ্য পরিষ্কার নয় । নেটিজ়েনদের একাংশের অনুমান নাম না করে এভাবে কঙ্গনাকেই কটাক্ষ করেছেন তিনি ।

োে্
োে্

By

Published : Jul 20, 2020, 7:52 AM IST

মুম্বই : বলিউডে নেপোটিজ়ম নিয়ে আগেও মন্তব্য করতে দেখা গিয়েছে একাধিক তারকাকে । যদিও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আরও জোরাল হয়ে উঠেছে বিষয়টি । ইন্ডাস্ট্রিতে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই । বাদ যাননি কঙ্গনা রানাওয়াতও । বলিউডের প্রথম সারির একাধিক পরিচালককে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি । আর সেই তালিকা থেকে বাদ যাননি মহেশ ভাট ও করণ জোহরের মতো পরিচালকও । তাঁর কটাক্ষের মুখে পড়তে হয়েছে আলিয়া ভাটকেও । তবে এতদিন চুপ করে থাকলেও সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন আলিয়া । যেখানেও কটাক্ষ ফুটে উঠেছে তাঁর লেখায় ।

ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়া লেখেন, "সত্য সবসময় সত্যই থাকে, তা কেউ বিশ্বাস করুক আর নাই করুক । মিথ্যে, সবসময় মিথ্যেই থাকে, এমনকী সবাই সেটা বিশ্বাস করার পরও ।" যদিও কার উদ্দেশে তিনি এই কথা লেখেন তা অবশ্য পরিষ্কার নয় । নেটিজ়েনদের একাংশের অনুমান নাম না করে এভাবে কঙ্গনাকেই কটাক্ষ করেছেন তিনি ।

আলিয়ার পোস্ট

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে করণ জোহর, আদিত্য চোপড়, মহেশ ভাটের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন কঙ্গনা । তাঁদের 'সুইসাইড গ্যাং' বলে কটাক্ষ করেন তিনি । সুশান্তের মৃত্যুতে করণ, আদিত্য, মহেশ ভাট ও রাজীব মাসান্দকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন । কটাক্ষ করতে ছাড়েননি আলিয়াকেও ।

আসলে সুশান্ত কেন আত্মহননের পথ বেছে নিলেন তা এখনও অজানা । অভিনেতার ঘনিষ্ঠদের দাবি, ইন্ডাস্ট্রির মধ্যে কোণঠাসা হয়েই এই পথ বেছে নিয়েছেন তিনি । আবারও কারও মতে সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই পদক্ষেপ করেন সুশান্ত । আত্মহত্যার আসল কারণ জানতে জারি রয়েছে তদন্ত । পরিবার সহ ইন্ডাস্ট্রির একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা ।

এদিকে সুশান্তের মৃত্যুর জন্য করণ জোহর, মহেশ ভাটের মতো প্রথম সারির পরিচালককে দায়ি করেন কঙ্গনা । যদিও কঙ্গনার এই অভিযোগের কোনও উত্তর দেননি তাঁরা । বরং এ বিষয়ে মহেশের পাশে দাঁড়িয়েছেন মেয়ে পূজা ভাট ও স্ত্রী সোনি রাজদান । যার জেরে সোশাল মিডিয়ায় চলেছিল দোষারোপ, পালটা দোষারোপের পালা । তবে এতদিন চুপ ছিলেন আলিয়া । কোনও মন্তব্যই করতে দেখা যায়নি তাঁকে । এবার 'সত্য ও মিথ্যে' নিয়ে তাঁর নতুন পোস্ট জল্পনাকে আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে বলেই মনে করছেন নেটিজ়েনদের একাংশ ।

ABOUT THE AUTHOR

...view details