মুম্বই : সময় হয়তো অনেক কিছুই ভুলিয়ে দেয় । তবে কোনও বিশেষ মুহূর্তে অপ্রত্যাশিতভাবেই কিছু স্মৃতি ফিরে আসে । ঠিক যেমনটা এল বাবিল খানের । বাবিল, ইরফানের ছেলে ।
বাবার সঙ্গে কাটানো মুহূর্তকে ফিরে দেখলেন বাবিল । শেয়ার করলেন কয়েকটি থ্রোব্যাক ছবি । 'আংরেজ়ি মিডিয়াম'-এর শুটিংয়ের সময় তোলা সেই ছবি । ইরফানের গায়ে সেই গোলাপি জ্যাকেট, ঠোঁটে সেই অমলিন হাসি । বোঝার উপায় নেই যে, মানুষটা আর নেই ।