পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 1, 2020, 4:12 PM IST

Updated : Nov 1, 2020, 5:02 PM IST

ETV Bharat / sitara

শীঘ্রই বড় পরদায় অভিষেক হবে ইরফান পুত্র বাবিলের !

ছবিতে দেখা গিয়েছে সাদা শার্ট পরে ছেলের সামনে দাঁড়িয়ে রয়েছেন ইরফান । আর বৌদ্ধ সন্ন্যাসীর বেশে চোখ বন্ধ করে বাবার সামনে পারফর্ম করছেন বাবিল । ছবির ক্যাপশনে বাবিল লেখেন, "হয়তো এই প্রথমবার আমাকে মঞ্চে পারফর্ম করতে দেখেছিল বাবা ।"

asd
asd

মুম্বই : বাবার সঙ্গে কাটানো একাধিক মুহূর্তের স্মৃতি জড়িয়ে রয়েছে তাঁর মনে । সেই মুহূর্তগুলো কিছুতেই ভুলতে পারছেন না তিনি । মাঝে মধ্যেই সেই সব মুহূর্তের ভিডিয়ো ও ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় তাঁকে । আর সেইরকমই স্মৃতি হাতড়ে বাবার সঙ্গে তোলা তাঁর একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন ইরফানের খানের ছেলে বাবিল । ছবিতে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে ছেলের পারফরম্যান্স দেখছেন ইরফান ।

ছবিতে দেখা গিয়েছে সাদা শার্ট পরে ছেলের সামনে দাঁড়িয়ে রয়েছেন ইরফান । আর বৌদ্ধ সন্ন্যাসীর বেশে চোখ বন্ধ করে বাবার সামনে পারফর্ম করছেন বাবিল । ছবির ক্যাপশনে বাবিল লেখেন, "হয়তো এই প্রথমবার আমাকে মঞ্চে পারফর্ম করতে দেখেছিল বাবা ।"

এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করেন অনুরাগীরা । একজন লেখেন, "আপনাকে বড় পরদায় দেখার অপেক্ষায় রয়েছি ।" এর উত্তরে বাবিল লেখেন, "শীঘ্রই"। এই উত্তর থেকে স্পষ্ট যে শীঘ্রই অভিনয়ে অভিষেক হতে চলেছে বাবিলের । তবে ছবি না সিরিজ় দিয়ে তিনি আত্মপ্রকাশ করবেন তা অবশ্য জানা যায়নি ।

বাবার সঙ্গে প্রায়ই সিনেমা নিয়ে কথা হত বাবিলের । এমনকী, বাবার থেকে একাধিক পরামর্শও নিতেন তিনি । ফিল্ম স্কুলে যাওয়ার আগে ছেলেকে সিনেমা সম্পর্কে অনেক কিছুই শিখিয়েছিলেন ইরফান । এ প্রসঙ্গে বাবিল বলেন, "সিনেমার একজন ছাত্র হিসেবে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাকে শিখিয়েছিল বাবা । ফিল্ম স্কুলে যাওয়ার আগে সে আমাকে হুঁশিয়ারি দিয়েছিল যে, বিশ্ব চলচ্চিত্রে বলিউডকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না । তাই আমাকে ভারতীয় সিনেমা সম্পর্কে অনেক কিছু জানতে হবে । যা শুধুমাত্র বলিউডের মধ্যেই সীমাবদ্ধ নয় । দুর্ভাগ্যক্রমে, এটি ঘটেছিল । 60 ও 90-এর দশকের ভারতীয় সিনেমা সম্পর্কে কেউই অবগত ছিলেন না । বিশ্ব চলচ্চিত্র পড়ানোর সময় কেবলমাত্র একটা অংশ পড়ানো হয়েছিল যেখানে ভারতীয় চলচ্চিত্রের মধ্যে 'বলিউড অ্যান্ড বেয়ন্ড' বলে অধ্যায় ছিল ।"

Last Updated : Nov 1, 2020, 5:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details