মুম্বই : প্রয়াত অভিনেতা ইরফান খানের জীবনের বিশেষ বিশেষ মুহূর্ত মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় শেয়ার করছেন ছেলে বাবিল খান । অভিনেতার অনুরাগীদের সঙ্গে তিনি ভাগ করে নিচ্ছেন টুকরো টুকরো ফ্ল্যাশব্যাক । সম্প্রতি আরও একগুচ্ছ ছবি শেয়ার করেছেন বাবিল ।
পাহাড়ি কোনও এলাকায় একদল স্কুলের বাচ্চাদের সঙ্গে দাঁড়িয়ে ইরফান । বাচ্চারা কার্যত তাঁকে ঘিরে রেখেছে । তারকাসুলভ কোনও আচরণ নেই ইরফানের মধ্যে । বরং তিনি বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন ।