পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'তু যাঁহা যাঁহা চলে', মাঝরাস্তায় সুতপার জন্য গেয়েছিলেন ইরফান - ইরফান খানের খবর

ইরফান খান আর সুতপা সিকদারের প্রেমের গভীরতা ভাষায় প্রকাশ করা যায় না । তাই ইরফানের মৃত্যুর পর সুতপা লিখেছিলেন, "আমি কিছুই হারাইনি, কেবল পেয়েছি" ।

irrfan khan and sutapa sikdar duet song
irrfan khan and sutapa sikdar duet song

By

Published : Oct 23, 2020, 7:05 AM IST

মুম্বই : বেশ কয়েকমাস হয়ে গেল ইরফান খান আর আমাদের মধ্যে নেই । তবে মাঝেমধ্যেই তাঁর ঝলক আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন ইরফান-পুত্র বাবিল । নিজের জীবনকে অভিনেতা কতটা উপভোগ করতেন তা বোঝা যায় বাবিলের পোস্ট দেখে ।

সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করেছেন বাবিল । সেখানে ইরফান আর তাঁর স্ত্রী সুতপাকে দেখা যাচ্ছে বিদেশের রাস্তায় । দু'জনে দু'জনকে জড়িয়ে ধরে গান গাইছেন তাঁরা ।

লতা মঙ্গেশকরের গাওয়া 'তু যাঁহা যাঁহা চলে' গেয়ে উঠলেন ইরফান । গলা মেলালেন সুতপাও । মাঝপথে ভুল হল কথায় । 'মেরা' না 'তেরা' সায়া সেই নিয়ে কনফিউশন তৈরি হল দম্পতির মধ্যে । থামল গান ।

তবে দু'জনকে দেখে মন ভরে গেছে নেটিজেনদের । ভিডিয়োটি সম্ভবত ইরফানের ক্যানসার আক্রান্ত হওয়ার পর তোলা । তবুও কি প্রাণশক্তি তাঁর মধ্যে । কত ভালোবাসা তাঁর স্ত্রীয়ের প্রতি...দেখে মুগ্ধ সবাই ।

দেখে নিন বাবিলের শেয়ার করা সেই পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details