মুম্বই : অনুরাগ কাশ্যপের সমর্থনে দাঁড়ালেন ইরফান খানের ছেলে বাবিল খান । এর আগেও একাধিকবার বাবিলকে কড়া ভাষায় সত্যি বলতে শোনা গেছে, কাউকে ভয় না পেয়ে তিনি নিজের মত জানিয়েছেন বিভিন্ন বিষয়ে । অনুরাগকে কেন্দ্র করে তৈরি এই গোলযোগেও একই ভাবে "অন্যায়ের" বিরুদ্ধে দাঁড়ালেন বাবিল ।
ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্ট করেছেন বাবিল । সেখানে তিনি MeToo-মুভমেন্টের অপব্যবহার নিয়ে সরব হয়েছেন । তিনি লিখেছেন, আমরা কীভাবে আজকাল সত্যিকে "উৎপাদন" করি, প্রকৃত সত্যিকে খুঁজে বের করার কোনও চেষ্টাই নেই আমাদের ।