যোধপুর : তারকা হয়ে যাওয়ার পরও নিজের শিকড়কে ভোলেননি ইরফান খান । যখনই যোধপুরে যেতেন, মামার বাড়ি যেতে ভুলতেন না তিনি । সবার সঙ্গে একইরকমের সম্পর্ক বজায় রেখেছিলেন অভিনেতা, স্টারডমের আঁচ পড়তে দেননি কখনও । একথা আমাদের জানালেন ইরফানের মামা সাজিদ নিসার ।
সম্পর্কে মামা হলেও একেবারে বন্ধুর মতো ছিলেন সাজিদ আর ইরফান । তিনি বললেন, "আমি আর ও একসঙ্গে থিয়েটার করতাম । সেই নিয়ে আমাদের অনেক আলোচনা হত । যখন NSD-তে পড়ার সুযোগ পেল, তখন ও সমস্ত ডকুমেন্ট নিতে যোধপুরে এসেছিল ।"