মুম্বই : বাবিল আর অয়ন, ইরফান-সুতপার দুই ছেলে । তবে তাঁরা দু'জনেই তীব্রভাবে চেয়েছিলেন যে একটি কন্যাসন্তান হোক তাঁদের । তাই দ্বিতীয় ছেলে হওয়ার পর মন ভেঙে যায় সুতপার । মন ভাঙে হয়তো ইরফানেরও ।
একটি বিজ্ঞাপন ক্যাম্পেনের জন্য সুতপা ফেসবুকে শেয়ার করেছেন কিছু কথা । নারীদের ক্ষমতায়ন নিয়ে তৈরি সেই ক্যাম্পেনে সুতপার কথাগুলো খুবই অনুপ্রেরণাদায়ক । কী লিখেছেন তিনি ?
"আমি আর ইরফান তীব্রভাবে চেয়েছিলাম যে, আমাদের একটি কন্যাসন্তান হোক । এতটাই তীব্র ছিল সেই ইচ্ছে যে, দ্বিতীয় ডেলিভারির পর ডাক্তার 'ছেলে' শব্দটি উচ্চারণ অবধি করতে পারেননি । বলেছিলেন, "কনগ্র্যাচুলেশনস ! আপনাদের সন্তান সুস্থ আছে" । আমার কষ্ট হয়েছিল....হ্যাঁ আমি ভেঙে পড়েছিলাম ।"