মুম্বই : কোলোনে সংক্রমণ নিয়ে গতকালই মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভরতি হন ইরফান খান । এই খবর প্রকাশ্যে আসার পরই ইরফানের মৃত্যু হয়েছে বলে গুঞ্জন শুরু হয়ে যায় চারিপাশে । এরপর রাত 1 টার সময় একটি বিবৃতি দিয়ে জানানো হয় যে ইরফানের মৃত্যুর খবর পুরোপুরি ভুয়ো ।
বিবৃতিতে ইরফানের মুখপাত্র বলেন, "ইরফানের স্বাস্থ্য নিয়ে যে সব খবর ছড়িয়ে পড়ছে তা বিরক্তিকর । তাঁর স্বাস্থ্য নিয়ে যে মানুষ খুবই চিন্তিত সেটার প্রশংসা করছি । কিন্তু, তার মধ্যেই কয়েকটি সূত্র থেকে গুজব ছড়িয়ে আতঙ্কের সৃষ্টি করছে । এটা খুবই বিরক্তিকর । ইরফানের যথেষ্ট মনের জোর রয়েছে এবং উনি এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন । আপনাদের অনুরোধ করছি দয়া করে গুজবে কান দেবেন না । তাঁর স্বাস্থ্য সম্পর্কিত আপডেট আমরা আপনাদের যেমন দিচ্ছি, তেমনভাবেই দিয়ে যাব ।"
এদিকে গতকাল ইরফানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভরতি করা হয় কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে । জানা যায় যে, কোলনের সংক্রমণ নিয়ে হাসপাতালের ICU-তে ভরতি রয়েছেন তিনি । এ প্রসঙ্গে গতকাল তাঁর মুখপাত্র বলেছিলেন, "হ্যাঁ, ইরফান খানকে কোকিলাবেন হাসপাতালের ICU-তে রাখা হয়েছে । কোলোনে একটা সংক্রমণ হয়েছে । আমরা সব আপডেট দিতে থাকব । আপাতত ডাক্তারদের কড়া নজরদারিতে রয়েছেন অভিনেতা ।এত বছর ধরে মনের জোর আর সাহসে ভর করে ও সব লড়াই জিতে এসেছেন । এবারও ইচ্ছেশক্তি আর অনুরাগীদের ভালোবাসায় ইরফান খান আবার সুস্থ হয়ে উঠবেন আশা করছি ।"
সম্প্রতি মা সাইদা বেগমকে হারিয়েছেন ইরফান । কিছুদিন আগেই জয়পুরে মৃত্যু হয় তাঁর মায়ের । লকডাউনের জেরে মায়ের শেষকৃত্যেও থাকতে পারেননি তিনি । তবে ভিডিয়ো কলের মাধ্যমেই সেখানে যোগ দিয়েছিলেন । আর তারপরই ইরফানের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে ।
কাজের দিক থেকে শেষবার 'আংরেজ়ি মিডিয়াম' ছবিতে দেখা গিয়েছিল ইরফানকে । সেখানে রাধিকা মদন ও করিনা কাপুর খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । সিনেমাটি হলে মুক্তির কয়েকদিন পরই লকডাউন জারি করা হয় দেশজুড়ে । তাই বক্স অফিস থেকে ভালো আয় করতে পারেনি এই ছবি । এরপর অনলাইনে মুক্তি পায় ছবিটি ।