মুম্বই : বাবার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো এখনও ভুলতে পারছেন না তাঁরা । ভোলারও নয় । সেরকমই স্মৃতি হাতড়ে বাবার একটি ভিডিয়ো শেয়ার করলেন ইরফানের খানের ছেলে বাবিল । যেখানে একটি রেস্তরাঁয় বসে তাঁকে ফুচকা খেতে দেখা যাচ্ছে ।
ইনস্টাগ্রামে ইরফান খানের সেই ভিডিয়োটি শেয়ার করেছে বাবিল । লিখেছে, দীর্ঘদিন ডায়েটে থাকার পর শুটিং শেষে যখন তোমাকে পানিপুরি দেওয়া হয় । সেই ভিডিয়ো দেখে অনেকেই আবেগতাড়িত হয়ে পড়েছেন । এক সেকেন্ডের জন্য কারও মনে হয়েছে, তিনি যেন এখানেই রয়েছেন । আবার কারও মনে হয়েছে, কিছু তো হয়নি । একজন লিখেছেন, "তিনি আমাদের সঙ্গে সবসময় থাকবেন ।" আর একজন লিখেছেন, "তোমার ও পরিবারের প্রতি ভালোবাসা রইল" ।