পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রেস্তরাঁয় বসে ইরফানের ফুচকা খাওয়ার ভিডিয়ো শেয়ার ছেলের

বাবার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো এখনও ভুলতে পারছেন না । সেরকমই স্মৃতি হাতড়ে বাবার একটি পুরোনো ভিডিয়ো শেয়ার করল ইরফানের খানের ছেলে বাবিল । যেখানে একটি রেস্তরাঁয় বসে ইরফানকে ফুচকা খেতে দেখা যাচ্ছে ।

sdf
zdfs

By

Published : May 2, 2020, 12:23 PM IST

মুম্বই : বাবার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো এখনও ভুলতে পারছেন না তাঁরা । ভোলারও নয় । সেরকমই স্মৃতি হাতড়ে বাবার একটি ভিডিয়ো শেয়ার করলেন ইরফানের খানের ছেলে বাবিল । যেখানে একটি রেস্তরাঁয় বসে তাঁকে ফুচকা খেতে দেখা যাচ্ছে ।

ইনস্টাগ্রামে ইরফান খানের সেই ভিডিয়োটি শেয়ার করেছে বাবিল । লিখেছে, দীর্ঘদিন ডায়েটে থাকার পর শুটিং শেষে যখন তোমাকে পানিপুরি দেওয়া হয় । সেই ভিডিয়ো দেখে অনেকেই আবেগতাড়িত হয়ে পড়েছেন । এক সেকেন্ডের জন্য কারও মনে হয়েছে, তিনি যেন এখানেই রয়েছেন । আবার কারও মনে হয়েছে, কিছু তো হয়নি । একজন লিখেছেন, "তিনি আমাদের সঙ্গে সবসময় থাকবেন ।" আর একজন লিখেছেন, "তোমার ও পরিবারের প্রতি ভালোবাসা রইল" ।

ইরফান খানের মৃত্যুর পর শুক্রবার সবার সঙ্গে একটি সুন্দর নোট শেয়ার করেছিলেন ইরফান খানের পরিবারের সদস্যরা । সেখানে চিকিৎসক ও ফ্যানেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন তাঁরা । লিখেছিলেন, অভিনেতার মৃত্যু কোনও ক্ষতি নয়, কারণ বছরের পর বছর ধরে তিনি তাঁদের শিখিয়েছেন তাঁরাই এখন জীবনে চলার ক্ষেত্রে প্রয়োগ করবে ।

বিবৃতিতে তাঁরা লিখেছিলেন,"কীভাবে এটাকে পরিবারের বিবৃতি বলব যেখানে পুরো পৃথিবা এটাকে ব্যক্তিগত ক্ষতি হিসেবে দেখছে । কীভাবে ভাবব যে আমরা একা ?"

ক্যানসারের কাছে হার মেনে ভুগে বুধবারই পরিবারকে ছেড়ে অনেক দূরে চলে গেছে ইরফান খান । এত তাড়াতাড়ি তাঁর চলে যাওয়াটা পরিবারের পাশাপাশি অনেকেই মেনে নিতে পারছে না ।

ABOUT THE AUTHOR

...view details