মুম্বই : মুখ বুজে অন্যায় মেনে নেওয়ার পাত্র নন বাবিল খান । উদারমনস্ক ও শিক্ষিত বাবা ইরফান খানের আদর্শ তাঁর রক্তে মিশে গেছে । সামান্য ফেসমাস্ক লাগালে যদি 'মেয়ে' তকমা দেওয়া হয়, তাহলে সেই তকমার বিরুদ্ধে তিনি অবশ্যই রুখে দাঁড়াবেন..এমনটাই ইরফানের শিক্ষা ।
ভ্যালেন্টাইন'স ডে-তে মুখে ফেসমাস্ক লাগিয়ে রূপচর্চা করছিলেন বাবিল খান । না, তাঁর কোনও প্রেমিকা নেই, এমনিই ত্বকের যত্ন নিচ্ছিলেন তিনি । তবে সমাজের সীমিত বোধ অনুযায়ী এই আচরণ নাকি মেয়েসুলভ ।