মুম্বই : প্রকাশ্যে এল 'আংরেজ়ি মিডিয়াম'-এর নতুন পোস্টার । সেখানে ঐতিহ্যবাহী ব্রিটিশ নিরাপত্তারক্ষীদের পোশাকে দেখা গেছে ইরফান খানকে । আর তাঁকে জড়িয়ে ধরে রয়েছেন রাধিকা মদন । তাঁর পরনে রয়েছে স্কুলের পোশাক । সঙ্গে পিঠে ব্যাগ । গতকাল মুক্তি পাবে ছবির ট্রেলার ।
পোস্টারের পাশাপাশি একটি প্রকাশ্যে এসেছে একটি ভিডিয়ো । যার ভয়েস ওভার দিয়েছেন ইরফান নিজেই । আর ওই ভিডিয়োর মাধ্যমে ছবি সম্পর্কে কিছু বার্তাও দেন তিনি । ছবির একাধিক দৃশ্যকে নিয়ে ভিডিয়োটি তৈরি করা হয় ।
এর আগে 2017 সালে মুক্তি পেয়েছিল ইরফানের 'হিন্দি মিডিয়াম' ছবিটি । সন্তানকে ভালো স্কুলে ভরতি করার ইচ্ছা থাকে সব অভিভাবকের । অনেকেই এখন ইংরেজি মিডিয়াম স্কুলকে বেশি পছন্দ করেন । কিন্তু, সেখানে সন্তানকে ভরতি করতে গিয়ে রীতিমতো কষ্ট করতে হয় অভিভাবকদের । সরকারি স্কুলে এখন অনেকটাই ব্যাক ফুটে । এই সব গল্পই তুলে ধরা হয় ছবিতে । আর এবার ওই স্কুলের গল্প নিয়ে ফিরছেন ইরফান । ছবির নাম 'আংরেজ়ি মিডিয়াম'।