মুম্বই : জয়পুরে মায়ের শেষকৃত্যে ভিডিয়ো কনফারেন্সই ভরসা হল ইরফান খানের । মুম্বইতে থাকার ফলে অভিনেতা উপস্থিত থাকতে পারলেন না মা সাইদা বেগমের ফিউনেরালে । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা যাচ্ছে এই খবর ।
গতকাল জয়পুরের টঙ্ককে মারা যান 80 বছরের সাইদা । বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন । অবশেষে স্বাভাবিক মৃত্যু হয় তাঁর ।
কিন্তু ছেলে ইরফান তো মুম্বইতে আটকে । লকডাউনের ফলে সেখানে থেকে তিনি আসতে পারলেন না কোনওভাবেই । তাই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই মায়ের শেষকৃত্যে উপস্থিত হলেন ইরফান ।
শোনা যাচ্ছে, খুব অল্প সংখ্যক মানুষই আসতে পেরেছিলেন সাইদার শেষ যাত্রায় । চারপাশের এই কোরোনাকবলিত পরিস্থিতিই এর জন্য দায়ি ।
ইরফান নিজেও সুস্থ নন, কয়েক বছর ধরে তাঁর ক্যানসারের ট্রিটমেন্ট চলছে । মাঝেমধ্যেই বিদেশে যেতে হচ্ছে । তারই মধ্যে মনের জোরে 'আংরেজ়ি মিডিয়াম' ফিল্মটি করে ফেলেছেন অভিনেতা, যেটি সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ।