পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 16, 2019, 7:09 PM IST

ETV Bharat / sitara

আজ না হয় কাল আমি মুম্বই যাব বলেই ভেবেছিলাম : রাণু

রাণু মণ্ডলের গাওয়া 'তেরি মেরি কাহানি' একটি গ্লোবাল হিট গানে পরিণত হয়েছে। এক লহমায় তাঁর জীবন বদলেছে অনেকটা। তবে আত্মবিশ্বাসী রাণু মনে করেন যে, তিনি আজ না হয় কাল মুম্বই আসার কথা ভেবেছিলেন।

Ranu Mondal Mimbai going

মুম্বই : রানাঘাট স্টেশন থেকে রেকর্ডিং স্টুডিয়ো..রাণু মণ্ডলের এই সফর অনুপ্রাণিত করবে অনেককেই। তবে রাণুর মতে, তিনি আজ না হয় কাল মুম্বই আসার কথা ভেবেছিলেন। হয়তো অতীন্দ্র চক্রবর্তীর জন্য কাজটা সহজ হয়েছে। তবে এটা অসম্ভব বলে কখনই ভাবেননি রাণু।

রাণু বলেন, "অতীন্দ্র যদি ভিডিয়ো তৈরি না করত, তাহলে হয়তো এটা সম্ভব হত না। তবে এটা একটা সম্ভাবনা মাত্র। আমি ভেবেইছিলাম আমি আসব, আজ না হয় কাল কখনও একবার আসব। মুম্বইতে তো আগেও থেকেছি। এবার একজন গায়িকার ভূমিকায় আসব বলে ভেবে রেখেছিলাম। কিন্তু কবে আসব সেটা আমি জানতাম না।"

হিমেশের সঙ্গে

শোনা যাচ্ছে, তিনি নাকি 'দাবাং 3'-তে গান গাইবেন। এই প্রসঙ্গে প্রশ্ন করায়, রাণু নিজেকে সারেন্ডার করে দেন হিমেশের কাছে। বলেন, "এই প্রশ্নটা ওঁকেই করতে হবে"। আর হিমেশ বলেন, "আমাদের ছবির অনেকগুলো গান আসা বাকি। তাই এখনই অন্য কোনও ছবি নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।"

হিমেশ আর রাণু দু'জনেই দর্শককে অনেক ধন্যবাদ জানালেন তাঁদের পাশে থাকার জন্য। দেখে নিন ভিডিয়ো...

দেখুন সাক্ষাৎকার

ABOUT THE AUTHOR

...view details