পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

IAS পরীক্ষা দিতে চান ? পাশে আছেন সোনু

সোনু সুদের সাহায্যের হাত যেন দিন দিন লম্বা হচ্ছে । যেখানে কেউ নেই, সেখানে সোনু আছেন । অসংখ্য মানুষকে বিভিন্ন ভাবে সাহায্য করার পর এবার দুস্থদের IAS পরীক্ষা দেওয়ার স্বপ্নপূরণ করবেন অভিনেতা ।

Sonu Sood helps
Sonu Sood helps

By

Published : Oct 13, 2020, 10:31 PM IST

মুম্বই : মা সরোজ সুদের নামে একটি স্কলারশিপের ব্যবস্থা করেছেন সোনু সুদ । মায়ের মৃত্যুবার্ষিকীতে এই বিশেষ ঘোষণা করলেন অভিনেতা । কী হবে এই স্কলারশিপের মাধ্যমে ? যাদের সামর্থ্য নেই, অথচ স্বপ্ন আছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য IAS পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করা হবে ।

আজ 13 বছর হয়ে গেল সোনু সুদের মা নেই তাঁর সঙ্গে । তিনি পরলোকে গমন করেছেন । পেশায় প্রোফেসর মায়ের পড়াশোনায় খুব আগ্রহ ছিল । নিজে যেমন পড়তে ভালোবাসতেন, অন্যদের পড়াতেও তাঁর তেমনই আগ্রহ ছিল । মায়ের সেই ইচ্ছেকে পূরণ করছেন সোনু, আরও কয়েকজনের স্বপ্নপূরণের মাধ্যমে ।

সোনুর এই উদ্যোগে খুশি বলিউড । একাধিক সেলেব্রিটি আর অসংখ্য সাধারণ মানুষ তারিফ করেছেন সোশাল মিডিয়ার মাধ্যমে । এরপর আর কী কী করবেন সোনু, সেটাই এখন বোঝা দায় ।

দেখে নিন সোনুর পোস্ট...

কয়েকদিন আগে বন্ধু করণ গিলহোত্রর সঙ্গে হাত মিলিয়ে হরিয়ানায় এক আস্ত মোবাইল টাওয়ার ইনস্টল করলেন সোনু । অনেক বাড়িতেই অনলাইন ক্লাস করার পরিকাঠামো নেই । স্মার্টফোন, ইন্টারনেট, ওয়েব ক্যামেরা..এই সবকিছু অ্যারেঞ্জ করা অনেক গরীব বাচ্চাদের কাছেই দুঃসহ । তাই সেসব বাচ্চাদের একটু সাহায্য করলেন অভিনেতা । এক ঝটকায় ইন্টারনেটের সমস্যা মিটিয়ে দিলেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details