মুম্বই : মা সরোজ সুদের নামে একটি স্কলারশিপের ব্যবস্থা করেছেন সোনু সুদ । মায়ের মৃত্যুবার্ষিকীতে এই বিশেষ ঘোষণা করলেন অভিনেতা । কী হবে এই স্কলারশিপের মাধ্যমে ? যাদের সামর্থ্য নেই, অথচ স্বপ্ন আছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য IAS পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করা হবে ।
আজ 13 বছর হয়ে গেল সোনু সুদের মা নেই তাঁর সঙ্গে । তিনি পরলোকে গমন করেছেন । পেশায় প্রোফেসর মায়ের পড়াশোনায় খুব আগ্রহ ছিল । নিজে যেমন পড়তে ভালোবাসতেন, অন্যদের পড়াতেও তাঁর তেমনই আগ্রহ ছিল । মায়ের সেই ইচ্ছেকে পূরণ করছেন সোনু, আরও কয়েকজনের স্বপ্নপূরণের মাধ্যমে ।