মুম্বই : ধর্মশালাতে গিয়ে অনেক কাজ শিখে গিয়েছে ছোট্ট তইমুর । কয়েক দিন আগে মাটির পাত্র গড়তে দেখা গিয়েছিল তাঁকে । আর এবার রান্নায় মন দিলেন ছোটো নবাব ।
এই মুহূর্তে 'ভূত পুলিশ'-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সইফ আলি খান । আর তাঁর সময় কাটাতে দিওয়ালিতে তইমুরকে নিয়ে ধর্মশালাতে গিয়েছিলেন করিনা কাপুর খান । সেখানে যেই হোটেলে তাঁরা রয়েছেন সেই হোটেল কর্তৃপক্ষের তরফে কয়েকটি ছবি পোস্ট করে এই তারকা দম্পতিকে ধন্যবাদ জানানো হয় । আর সেখানেই জানানো হয় তইমুরের রান্নার প্রতি ভালোবাসার কথাও ।