মুম্বই : কোভিড পরিস্থিতির মধ্যেও বেশ জাঁকজমকের সঙ্গে বিয়ে সারলেন আদিত্য নারায়ণ । গত পরশু অর্থাৎ 1 ডিসেম্বর দীর্ঘদিনের বান্ধবী শ্বেতার সঙ্গে বিয়ে করেন আদিত্য আর 2 ডিসেম্বর ছিল তাঁদের রিসেপশন । সেখানে দেখা গেল তারকা সমাবেশ ।
গোবিন্দা এসেছিলেন তাঁর স্ত্রী সুনীতা, মেয়ে টিনা ও ছেলে হর্ষবর্ধনকে নিয়ে । এছাড়া উপস্থিত ছিলেন ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়া । ছিলেন আরও অনেক পরিচিত ব্যক্তিত্ব ।
ড্রাগ মামলায় জড়িয়ে পড়ার পর এটাই ভারতী আর হর্ষের প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স । তাঁদের সঙ্গে ছবি তোলার জন্য় অনুষ্ঠানে হিড়িক পড়ে যায় । তবে কোনও বিরক্তি না দেখিয়ে সবার সঙ্গে হাসিমুখে ছবি তোলেন দম্পতি ।