পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আদিত্যর রিসেপশনে তারকা সমাবেশ, এলেন ভারতী-হর্ষ - উদিত নারায়ণের খবর

শীতের আমেজে জমে উঠল আদিত্য নারায়ণের রিসেপশন । উদিত-পুত্রকে আশীর্বাদ করতে পৌঁছলেন ইন্ডাস্ট্রির একাধিক সেলেব্রিটি ।

Aditya Narayan weddingm Udit narayan son wedding
Aditya Narayan weddingm Udit narayan son wedding

By

Published : Dec 3, 2020, 10:23 AM IST

মুম্বই : কোভিড পরিস্থিতির মধ্যেও বেশ জাঁকজমকের সঙ্গে বিয়ে সারলেন আদিত্য নারায়ণ । গত পরশু অর্থাৎ 1 ডিসেম্বর দীর্ঘদিনের বান্ধবী শ্বেতার সঙ্গে বিয়ে করেন আদিত্য আর 2 ডিসেম্বর ছিল তাঁদের রিসেপশন । সেখানে দেখা গেল তারকা সমাবেশ ।

গোবিন্দা এসেছিলেন তাঁর স্ত্রী সুনীতা, মেয়ে টিনা ও ছেলে হর্ষবর্ধনকে নিয়ে । এছাড়া উপস্থিত ছিলেন ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়া । ছিলেন আরও অনেক পরিচিত ব্যক্তিত্ব ।

এই সাজেই রিসেপশনে পৌঁছন ভারতী-হর্ষ

ড্রাগ মামলায় জড়িয়ে পড়ার পর এটাই ভারতী আর হর্ষের প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স । তাঁদের সঙ্গে ছবি তোলার জন্য় অনুষ্ঠানে হিড়িক পড়ে যায় । তবে কোনও বিরক্তি না দেখিয়ে সবার সঙ্গে হাসিমুখে ছবি তোলেন দম্পতি ।

তবে এদিনের হিরো আর হিরোইন আদিত্য আর শ্বেতা । আদিত্য পরেছিলেন কালো জ্যাকেট আর শ্বেতা সেজেছিলেন টকটকে লাল লম্বা লেহেঙ্গায় ।

কিছু ফ্যানপেজের দৌলতে আদিত্য আর শ্বেতার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । সেখানে দু'জনকে রোম্যান্টিক গানে পারফর্ম করতে দেখা গেছে । আপনারাও দেখে নিন...

পুরো অনুষ্ঠান জুড়ে কোনও না কোনও পারফর্মেন্স ছিল এদিন । স্ত্রীয়ের সঙ্গে 'মেহেন্দি লাগাকে রখনা' গানে পা মিলিয়েছিলেন উদিত । হাসি, মজা, গানে স্মরণীয় হয়ে থাকবে এই তারকাখচিত সন্ধেবেলা ।

ABOUT THE AUTHOR

...view details