টরেন্টো : টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের (TIFF) আর্টিস্টিক ডিরেক্টর ক্যামেরন বেইলি জানালেন, বলিউডের থেকে অনেক বেশি ভারতীয় সিনেমা ।
TIFF 2019-তে অংশ নেওয়ার পক্ষে I&B মন্ত্রকের দ্বারা আয়োজিত ইন্ডিয়া ব্রেকফাস্ট নেটওয়ার্কিং সেশনে নিজের বক্তব্য রাখতে গিয়ে বেইলে জানান, TIFF ও ভরতীয় সিনেমার মধ্যে একটা দৃঢ় বন্ধন রয়েছে ।
ভারতীয় সিনেমার পরিসর তুলে ধরে তিনি জানান, এটা বলিউডের চেয়ে অনেক বেশি । ভারতীয় সিনেমার স্টাইল, ভাষা, আঞ্চলিক স্বাদের প্রতিফলন ভারতে তৈরি বিভিন্ন সংগীত, অ্যানিমেশন, নাটক, কমেডি ও বিভিন্ন ঘরানার ছবিতে দেখা যায় ।