মুম্বই : একদিন আগেই ইরফান খানকে হারিয়েছে বলিউড । আর আজ হারাল ঋষি কাপুরকে । তাঁর মৃত্যুতে বলিউডই শুধু নয়, শোকপ্রকাশ করেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও।
টুইটারে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাহুল গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়রা ।
নরেন্দ্র মোদি : ঋষি কাপুরজি ছিলেন প্রতিভাশীল একজন মানুষ । তাঁর সঙ্গে আলাপচারিতাগুলো আমার এখনও মনে আছে ।
রাহুল গান্ধি : এটা ভারতীয় সিনেমার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর সপ্তাহ ।
মমতা বন্দ্যোপাধ্যায় : ঋষি কাপুরের মৃত্যুতে গভীরভাবে শোকাহত ।