পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"ভারতীয় সিনেমার ক্ষেত্রে এ এক ভয়ঙ্কর সপ্তাহ" - rishi kapoor died

প্রয়াত ঋষি কাপুর । তাঁর মৃত্যুতে বলিউডই শুধু নয়, শোকপ্রকাশ করেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও।

rishi
rishi

By

Published : Apr 30, 2020, 11:51 AM IST

Updated : Apr 30, 2020, 2:57 PM IST

মুম্বই : একদিন আগেই ইরফান খানকে হারিয়েছে বলিউড । আর আজ হারাল ঋষি কাপুরকে । তাঁর মৃত্যুতে বলিউডই শুধু নয়, শোকপ্রকাশ করেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও।

টুইটারে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাহুল গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়রা ।

নরেন্দ্র মোদি : ঋষি কাপুরজি ছিলেন প্রতিভাশীল একজন মানুষ । তাঁর সঙ্গে আলাপচারিতাগুলো আমার এখনও মনে আছে ।

রাহুল গান্ধি : এটা ভারতীয় সিনেমার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর সপ্তাহ ।

মমতা বন্দ্যোপাধ্যায় : ঋষি কাপুরের মৃত্যুতে গভীরভাবে শোকাহত ।

প্রকাশ জাভড়েকর : ঋষি কাপুরের হঠাৎ মৃত্যুতে আমরা হতবাক । শুধু ভালো অভিনেতাই ছিলেন না একজন ভালো মানুষও ছিলেন ।

স্মৃতি ইরানি : 2014 সালে তিনি আমাকে বলেছিলেন-"ভাগ জলদি দিল্লি পাগল" । আমি সেই সময় শপথ নিতে যাচ্ছিলাম ।

অরবিন্দ কেজরিওয়াল : ঋষি কাপুরের মৃত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে । বিশাল ক্ষতি হয়ে গেল ।

শশী থারুর : রোম্যান্টিক হিরো থেকে পরিণত এক অভিনেতা-নিজেকে দারুণভাবে রূপান্তরিত করেছে ।

অশোক গেহলত : তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।

Last Updated : Apr 30, 2020, 2:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details