মুম্বই : লাদাখে ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় গালওয়ান ভ্যালিতে দু'পক্ষের সংঘর্ষকে ঘিরে শহিদ হন ভারতীয় সেনার তিনজন ৷ গুরুতর জখম হয়েছিলেন 17 জন ৷ ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, অতিরিক্ত ঠান্ডার কারণে ওই জখম 17 জনের মৃত্যু হয়েছে ৷ যদিও শহিদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বলিউডের একাধিক তারকা ।
অনুপম খের : ভারতীয় সেনার জয় । জয় হিন্দ ।
অমিতাভ বচ্চন : দেশের সুরক্ষার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দেন জওয়ানরা । ভারতীয় সেনা আধিকারিক ও জওয়ানদের স্যালুট । জয় হিন্দ
তুষার কাপুর : শহিদ জওয়ানদের আত্মার শান্তি কামনা করি ।
হৃত্বিক রোশন : লাদাখে জওয়ানদের শহিদ হওয়া ও যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে তা জানতে পেরে খুবই খারাপ লাগছে । শহিদের প্রতি শ্রদ্ধা জানাই । তাঁদের পরিবারের প্রতি সমবেদনা ও প্রার্থনা ।
অক্ষয় কুমার : গালওয়ান ভ্যালিতে শহিদ একাধিক জওয়ান । এই ঘটনায় গভীরভাবে শোকপ্রকাশ করছি । তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ।
ভিকি কৌশল : গালওয়ান ভ্যালিতে বীরত্বের সঙ্গে লড়াই করার জন্য জওয়ানদের স্যালুট জানাই । শহিদদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ।
বরুণ ধাওয়ান : সাহসী জওয়ানদের শহিদ হওয়ার কথা শুনে খুবই খারাপ লাগছে । এই আত্মত্যাগের জন্য তাঁদের কাছে সব সময় ঋণী থাকব আমরা । জয় হিন্দ
গতকাল লাদাখের ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় নতুন করে উত্তেজনা তৈরি হয় ৷ যার জেরে শহিদ হন ভারতীয় সেনার তিন জন ৷ সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, "গালওয়ান ভ্যালিতে সেনা প্রত্যাহারের সময় গতরাতে সংঘর্ষ বাধে ৷ সংঘর্ষে ভারতের একজন আধিকারিক ও দু'জন জওয়ান শহিদ হন ৷" পরে অবশ্য সেনার তরফে জানানো হয়, কমপক্ষে 20 জন সেনা ভারতীয় শহিদ হয়েছেন । নিখোঁজ আরও 10 জন । জখম হয়েছেন একাধিক সেনা ।