নিউ দিল্লি : এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির বেশ কিছু প্রতিনিধির সঙ্গে নিয়মিত গোলটেবিল বৈঠক চলছে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দপ্তরে। জম্মু-কাশ্মীরকে ছবির জগতে আরও জনপ্রিয় করে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা ছকে নেওয়া হচ্ছে। ৩৭০ ধারা বিলোপের পর যদিও জম্মু-কাশ্মীর এখন স্পেশাল স্টেটাস থেকে মুক্ত, তবুও এখনও সবাই ততটা কমফর্টেবল নন এলাকায় গিয়ে শুটিং করার ব্যাপারে। তাঁদের উৎসাহিত করতে এই উদ্যোগ।
সমস্ত প্রস্তাবের মধ্যে অন্যতম একটি 'কর্পোরেট প্যাকেজ'। যে সমস্ত প্রযোজনা সংস্থা বা পরিচালক তাঁদের টিম নিয়ে জম্মু-কাশ্মীর বা লাদাখে শুটিং করতে যাবেন, তাঁদের বিশেষ সুবিধা প্রদান করা হবে বলে সূত্রের খবর। শুটিং করার জন্য এই জায়গাকে আরও জনপ্রিয় করার উদ্দেশে এই পরিকল্পনা সরকারের।
আরও পড়ুন : শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত? 'সেক্রেড গেমস'-এর বিরুদ্ধে কেস BJP-র