মুম্বই : সুশান্ত মামলার কিনারা করতে জোরকদমে তদন্ত শুরু করেছে CBI । সুশান্ত সম্পর্কিত প্রত্যেককে জেরা করছে তারা । বাদ গেল না মুম্বই পুলিশও । মুম্বই পুলিশের দুই অফিসারকে সমন পাঠাল CBI ।
গত শুক্রবার অর্থাৎ 21 অগাস্ট সুশান্ত মামলার তদন্ত করতে মুম্বই পৌঁছেছে CBI । মুম্বইতে পা রেখেই তৎপর হয়ে উঠেছেন তাঁরা । প্রথমে তিনটি দলে ভাগ হয়ে তদন্ত করা শুরু করেন অফিসাররা । বান্দ্রা পুলিশ স্টেশন, কুপার হাসপাতাল, সুশান্তের বান্দ্রার ফ্ল্যাট...সব জায়গাতেই হানা দেওয়া হয়ে গেছে CBI-এর ।
শোনা যাচ্ছে, যে CBI অফিসাররা বিজয় মাল্যের প্রতারণার মামলা সামলাচ্ছেন, তাঁরাই এখন সুশান্তের হাই-প্রোফাইল কেসের দায়িত্ব নিয়েছেন ।
তবে সুশান্ত মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে এখনও তলব করেনি CBI । তাঁদের তরফ থেকে জানানো হয়েছে যে, উপযুক্ত প্রস্তুতি নিয়েই অভিনেত্রীকে ডাকা হবে ।
আপাতত সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি এবং রাঁধুনি নীরজ সিংকে নিয়েই ব্যস্ত CBI । একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের । এই দু'জনকে সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে নিয়ে গিয়ে ঘটনার দিনটিকে রিক্রিয়েটও করেছেন তাঁরা । জানা গেছে ANI সূত্রে ।